অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বুধবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ বিকাল ০৫:০৭

remove_red_eye

১৪৪

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বুধবার (২১ জুন)। একই দিনে আরও তিনটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকার ব্যাংক বন্ধ থাকবে।

রোববার (১৮ জুন) বাংলাদেশ ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বুধবার রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ছাড়াও নারায়ণগঞ্জের গোপালদী, টাঙ্গাইলের বাসাইল ও বগুড়ার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।

সুত্র জাগো