অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ইউক্রেনে ৫ মাসে রাশিয়ার ১ লক্ষ সৈন্য হতাহত হয়েছে : হোয়াইট হাউস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

১৯৫

ইউক্রেনের পূর্বাঞ্চলে, বিশেষকরে বাখমুতে পাঁচ মাসের লড়াইয়ে ২০ হাজারেরও বেশি রুশ সেনা নিহত ও আরো  ৮০ হাজার আহত হয়েছে। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার লক্ষাধিক সৈন্য হতাহতের শিকার হয়েছে। এদের মধ্যে ২০ হাজারেরও বেশি নিহত হয়েছে।’
কিরবি আরো বলেন, ‘দনবাসে রাশিয়ার হামলা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বাখমুত হয়ে এ হামলা চেষ্টা করা হয়। রাশিয়া প্রকৃতপক্ষে কৌশলগতভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ কোন অঞ্চল দখল করতে পারেনি।’
মার্কিন গোয়েন্দাদের সদ্য প্রকাশ করা তথ্যের উদ্ধৃতি দিয়ে কিরবি বলেছেন, নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনারের মাধ্যমে নিয়োগকৃত সৈন্য। এসব সৈন্যের বেশির ভাগই রাশিয়ার কারাগারে থাকা লোকজনের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয় বলে জানা যায়।
কিরবি বলেন, এ যুদ্ধে ইউক্রেনের কত মানুষ হতাহত হয়েছে সে ব্যাপারে তিনি কোন ধারণা দিচ্ছেন না কারণ ‘তারা এখানে রাশিয়ার আগ্রাসনের শিকার।’

সুত্র বাসস





আরও...