অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫ | ২৯শে পৌষ ১৪৩১


বাংলাদেশ কৃষি ও প্রাণিজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ : সালমান এফ রহমান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

১৪২

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষি ও প্রাণিজ খাদ্যে এখন স্বয়ং সম্পূর্ণ।
আজ বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সালমান এফ রহমান বলেন, প্রাণিসম্পদ, কৃষিখাতেও আমরা ভালো করছি। যদিও আমাদের ছোট দেশ, মানুষও অনেক বেশি। তারপরও আমরা কৃষি, প্রাণিজ, দুধ, ডিম, মাংস উৎপাদনে সয়ং সম্পূর্ণতা অর্জন করেছি। আশাকরি প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাণিসম্পদ ও কৃষিখাতকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। 
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান।
এছাড়াও অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহেদা আক্তার  প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে ৫০টি স্টলে দেশি-বিদেশী জাতের গরু, ছাগল, কুকুর, ভেড়া, গাড়ল, হাঁস, মুরগি, কবুতর, খরগোসসহ বিভিন্ন প্রজাতির পশু ও পাখি প্রদর্শন করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। বিকাল ৪টায় প্রদর্শনী শেষে তিনটি ক্যাটাগরিতে ৯টি স্টল মালিককে পুরস্কৃত করা হয়।
পরে সালমান এফ রহমান দোহার উপজেলার সরকারি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনসহ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করেন।

সুত্র বাসস