অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫ | ২৮শে পৌষ ১৪৩১


সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সাথে ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা ও মতবিনিময়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৩ রাত ১২:১৩

remove_red_eye

২৭২

বাংলার কন্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। সত্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদকতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কিছু কিছু লোক অপ-সাংবাদিকতায় লিপ্ত রয়েছে। এরা সমাজচ্যুত খারাপ শ্রেণি । এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিতে হবে। এ সময় তোফায়েল আহমেদ ভোলার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগের মত এত উন্নয়ন বিগত কোন সরকারের আমলেই হয়নি।
রবিবার দুপুরে ঢাকার বনানীস্থ নিজস্ব বাসভবনে তোফায়েল আহমেদ ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। 
এর আগে ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব। এসময় ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি এম হাবিবুর রহমান এবং সম্পাদক অমিতাভ অপুর নেতৃত্বে সাংবাদিকরা তোফায়েল আহমেদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সাংবাদিক ও কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন সাদী (বৈশাখী টিভি ), অর্থ সম্পাদক এম. হেলাল উদ্দিন( জিটিভি যুগান্তর), দপ্তর সম্পাদক এম. ছিদ্দিকুল্লাহ ( এটিএন বাংলা), ক্রীড়া সম্পাদক   মোঃ কামরুল ইসলাম ( একাত্তর টিভি), গ্রন্থাগার সম্পাদক মোঃ তৌয়বুর রহমান ( বিটিভি), সাংস্কৃতিক সম্পাদক জসিম রানা ( মোহনা টিভি), নিবার্হী সদস্য জুন্নু রায়হান ( বাংলাদেশ প্রতিদিন) ও নাসির লিটন (সময় টিভি ),  জনকন্ঠের সাংবাদিক হাসিব রহমান, বাসসের সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, মানব কন্ঠের সাংবাদিক আনোয়ার সুজন ও সাংবাদিক নীরব হোসেন প্রমূখ।
পরে তোফায়েল আহমেদ উপজেলার বিভিন্ন ইউনিয়নর চেয়ারম্যাদের সাথে মতবিনিময় করেছেন। এসময় শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, উত্তর দীঘলদি ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর, ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক কবির, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ, পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম, পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান সালাম মাস্টার প্রমূখ উপস্থিত ছিলেন।