অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫ | ২৮শে পৌষ ১৪৩১


চলতি বছরে হজ করতে পারবেন সোয়া লাখ বাংলাদেশি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৩ রাত ১০:৩৩

remove_red_eye

১৭৩

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, চলতি বছরে (২০২৩ সালে) বাংলাদেশের জন্য সম্ভাব্য হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮।

রোববার (৮ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।

 

ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে বাংলাদেশি হজযাত্রী ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে বেড়ে হয় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে হজযাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় ৬০ হাজার ১৪৬ জনে।

তিনি আরও জানান, ২০২৩ সালে সম্ভাব্য হজযাত্রীর কোটা বেড়ে হচ্ছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন, যা ২০০৯ সালের তুলনায় ১৪৮ শতাংশ বেশি। এটি সরকারের সাফল্যের একটি মাইলফলক।