অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনের সিকদার চরে গৃহবধুকে কুপিয়ে হত্যা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২২ রাত ০৮:০৭

remove_red_eye

৩২৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ মুজিব নগর ইউনিয়নের সিকদার চরে  জমি বিরোধের জেরে বকুলি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। এ সময় হামলাকারীরা বুকলি বেগমের বড় বোন মুকুলি বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। নিহত বকুলি বেগম উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর এলাকার বাচ্চু মেলকারের স্ত্রী। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকায় বকুলি বেগমের বসত ঘরে ঢুকে দুই গৃহবধূকে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাৎক্ষনিক ঘটনাস্থলেই বকুলি বেগম নিহত হয়। বকুলির বড় বোন মুকুলি বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে  চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়। এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক ও গ্রাম পুলিশ অলি আহমেদ।
নিহতের স্বজনদের অভিযোগ, জমিজমার বিরোধের জের ধরে চরের শাজাহান স্বপন পক্ষ বকুলিকে কুপিয়ে হত্যা করেছে।
নিহতের স্বামী বাচ্চু মেলকার ও ইউপি সদস্য আব্দুল মালেক জানান, চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের সিকদারের চরের জমি-জমা নিয়ে বাচ্চু মেলকার পক্ষের সঙ্গে শাজাহান স্বপন ওরফে শাজাহান সরদার পক্ষের বহু বছর ধরে বিরোধ চলে আসছে। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলাও চলছে। ওই মামলায় হাজিরা দিতে মঙ্গলবার রাতে বাচ্চু মেলকার ভোলার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পথিমধ্যেই শুনতে পান রাত একটার দিকে কথা কাটাকাটির জের ধরে শাজাহানের ভাগ্নে আসলাম, ছেলে জুয়েল, সোহেল, আলম মিঠুর নেতৃত্বে বাচ্চুর বতস ঘরে হামলা করে। এ সময় তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরে থাকা বকুলি ও মুকুলিকে হত্যার চেষ্টা চালায়। হামলায় বকুলি তাৎক্ষনিক মারা যায়। মুকুলির অবস্থাও গুরুতর। পরে স্থানীয়রা স্পিডবোট নিয়ে আহত মুকুলিকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

তারা আরো জানান, বহু বছর  পূর্বে বাচ্চু মেলকারের বাবা আব্দুল মান্নান মেলকারের সঙ্গে এই জমি নিয়ে শাজাহান পক্ষের বিরোধ শুরু হয়। তখন ক্ষমতার জের ধরে শাজাহান পক্ষ আব্দুল মান্নান মেলকার ও তাঁর স্ত্রীর গায়ে এ্যাসিড ছুঁড়ে শরীর ঝলসে দেয়। ক্ষমতার পরিবর্তনে শাজাহান ক্ষমতাশিন দলের সঙ্গে যোগ দিয়ে অত্যাচার-নির্যাতন চালাতে থাকে। যার জের ধরেই আবারো হামলা চালিয়ে বকুলিকে হত্যা করা হয়েছে।
গ্রাম পুলিশ অলি আহমেদ জানান, তিনি শুনেছেন, বাচ্চু মেলকার বিরোধীও জমিতে খেসারী ডালের বীজ ছিটিয়ে দেওয়ার কারণে শাজাহান সরদারের লোকজন ক্ষেপে যায়। তাই নিয়েই বাচ্চু পরিবারের সঙ্গে কথা কাটাকাটির সূত্রপাত।


এ প্রসংগে মৃত শাহজাহানের ছেলে সোহেল সিকদার বলেন- বাচ্চু মেলকার গংদের ৬৬১ টি জাল খতিয়ান প্রমানিত হয়েছে এঘটনায় চরফ্যাশন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা হয়েছে মামলাটি থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। হয়তো ওই মামলার কাউন্টার দিতে নিজেরাও এ ঘটনা ঘটিয়ে আমাদের পক্ষকে হয়রানী করার চেষ্টা করতে পারে। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে সত্য ঘটনা উদঘাটন করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করার দাবী জানাই।
দুলাল হাট থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুখোশধারী দুর্বৃত্তরা বকুলকে কুপিয়ে হত্যা করেছে। খুনিদের এখনও সনাক্ত করা যায়নি। আশা করছি শীঘ্রই খুনিকে সনাক্ত করে গ্রেফতার করা হবে। নিহতের স্বামী বাচ্চু মেলকারের সাথে অনেকের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। মামলা রয়েছে। সে বিরোধে জন্য ঘটনা ঘটেছে কি তা অনুসন্ধান করছে পুলিশ। ঘটনার দিন একটি মামলার হাজিরা দিতে বাচ্চু মেলকার বাড়ি থেকে বের হয়েছিল। বাড়িতে দুই বোন একা ছিল।






তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

আরও...