অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৬

remove_red_eye

৩৮

আকবর জুয়েল, লালমোহন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ভোলা-৩ আসনের প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মনোনয়ন পত্র জমা দিতে লালমোহনে আসছেন। 
দলীয় সূ্ত্রে জানা যায়, শনিবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে এম ভি সম্পদ লঞ্চে ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি। রাত ১০ টায় লঞ্চ থেকে ভোলার ইলিশা ঘাটে নেমে সেখান থেকে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করবেন।
আজ সকালে ভোলা-৩ আসনে নমিনেশন পেপার জমাদান উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন তিনি। দোয়া মোনাজাত শেষে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম লালমোহন ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিবেন।লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো.জাফর ইকবাল জানান, আমাদের নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য শনিবার রাতে লালমোহনে আসছেন। নেতার আগমন উপলক্ষ্যে আমরা নেতাকর্মীরা ভোলার উদ্দেশ্যে (রাত ৭:৩০ মিনিটে) রওয়ানা করেছি। আগামীকাল মনোনয়ন পত্র জমাদান উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন তিনি। দোয়া মোনাজাত শেষে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিবেন।এদিকে লালমোহনে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আসা উপলক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে।

মোঃ ইয়ামিন