অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


নতুন ডিইপিটিসি, মেরিন একাডেমী ও এন এম আই প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

৩১০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রশিক্ষিত ও দক্ষ নাবিক বা কর্মি বাহিনী গড়ে তোলার লক্ষ্যে নতুন দুটি ডিইপিটিসি (ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার), তিনটি মেরিন একাডেমী এবং একটি এন এম আই (ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট) গড়ে তোলা হবে।
তিনি বলেন, কুড়িগ্রাম ও গাইবান্ধায় দুটি ডিইপিটিসি এবং চট্টগ্রামে একটি এন এম আই কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
প্রতিমন্ত্রী আজ রোববার নারায়ণগঞ্জের সোনাকান্দায় ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের (ডিইপিটিসি) সুবর্ণজয়ন্তী ও সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ, বরিশাল ও মাদারীপুরে ডিইপিটিসি রয়েছে। সমুদ্রগামী জাহাজের রেটিং তৈরির জন্য চট্টগ্রামে একটি এন এম আই (ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট) ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে মাদারীপুরে একটি এন এম আই হয়েছে। কুড়িগ্রামে একটি এন এম আই প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে চট্টগামে মেরিন একাডেমী পুন:প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর কোন সরকার নৌ সেক্টরের উন্নয়নে কাজ করে নাই। তারা শুধু লোভনীয় প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে নতুন চারটি মেরিন একাডেমী প্রতিষ্ঠা করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। দেশ কি কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকবে সেলক্ষ্যে ১৫০টির ওপর আইন তৈরি করেছিলেন। বঙ্গবন্ধুর তৈরি সমুদ্র সীমা আইনের মাধ্যমে শেখ হাসিনা সমুদ্রসীমা জয় করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর হত্যাকারিরা অনেক স্বপ্ন দেখিয়েছেন। দারিদ্রতা দূর করার নামে একশ্রেনীর লোক এনজিও খুলে নিজেরা বড়লোক হয়েছে। তারা ব্যাংক তৈরি করেছে, নোবেল পুরস্কার পেয়েছে।
মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে এবং দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর নির্মাণ করেছেন-উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির ক্যাপাসিটি কোথায় চলে গেছে। সৈয়দপুর বিমান বন্দর থেকে ১৮টি বিমান যাতায়াত করে। প্রাচ্যের ডান্ডি বলে খ্যাত নারায়ণগঞ্জ আবার জাগরিত হয়ে গেছে। খানপুরে আধুনিক নদীবন্দর নির্মিত হচ্ছে।
প্রতিমন্ত্রী ডিইপিটিসি'র সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান  উদ্বোধন, ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
ডিইপিটিসি'র অধ্যক্ষ ক্যাপ্টেন মো: শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো: নিজামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আজিজুল হক খান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেলাল হোসেন এবং সুবর্ণজয়ন্তী ও সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠানের আহবায়ক ফিরোজ কায়সার আজিজ।

সুত্র বাসস
 





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...