অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় সেবা পরিবীক্ষণ টুলস বিষয়ে ৩ দিনের কর্মশালা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৬৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলায় স্থানীয় একটি হোটেলের হল রুমে রবিবার থেকে শুরু হয়েছে পানি ও স্যানিটেশন নিয়ে তিন দিনের সেবা পরিবীক্ষণ টুলস এর ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ক কর্মশালা। পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির আয়োজনে উন্নয়ন সংস্থা ডরপ, আইআরসি, ওয়াটারএইড, ওয়াটারসেডসহ কয়েকটি সংস্থার সহযোগিতায় এ কর্মশালায় নাগরিক কমিটির ৫০ জন অংশ নেন। কর্মশালার উদ্বোধনীতে পানি ব্যহস্থাপনা নাগরিক কমিটির সভাপতি প্রবীন সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে ঊক্তব্য রাখেন , উন্নয়ন সংস্থা ডরপ’র পরিচালক ( প্লানিং এন্ড গবেষনা) যোবায়ের হাসেন ,সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. রুহুল আমিন জাহাঙ্গীর, স্থানীয় দৈনিকের সম্পাদক মু. শওকাত হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি আনোয়ার হোসেন,ওয়াটার এইডের প্রতিনিধি রঞ্জন কুমার ঘোষ, ডরপ ওয়াটারশেডের প্রোগ্রাম কো-অডিনেটর পার্থ সারথী কুন্তল,আইআরসি প্রোগ্রাম কো-অডিনেটর দীকবিজয় দে, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ডরপ জেলা প্রতিনিধি তরুন কান্তি দাস, সাবেক প্রধান শিক্ষক হোসনে আরা চিনু, উন্নয়ন সংস্থা বিডার পরিচালক আক্তার হোসেন লিটন, দুর্বার নেটওয়ার্কের প্রতিনিধি আরজু বেগম প্রমুখ। এ সময় ভোলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়সেনর ১৮টি ওয়ার্ডের স্যানিটেশন ও পানি ব্যবস্থাপনার একটি জরিপ রির্পোট তুলে ধরে ওই এলাকার জন্য কর্ম পরিকল্পনার জন্য সুপারিশ গ্রহণ করা হয়।