বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২২ রাত ১০:৫১
২৬১
পরিবারের স্বজনদের মধ্যে শোকের মাতম
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জলদস্যুদের কবল থেকে রক্ষা পেতে উত্তাল মেঘনায় ঝাঁপ দিয়ে প্রাণ গেল ভোলার চরফ্যাসনের ২ জেলের। নিহত মিজান ও রাব্বী সম্পর্কে চাচা- ভাতিজা। এসময় আহত হয়েছেন ওই ট্রলারের আরও চার মাঝি মাল্লা। শনিবার রাতে বয়ার সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় চার ঘন্টা পর স্বজনরা নিহত চাচা ভাতিজার লাশ উদ্ধার করে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। এদিকে একই পরিবারের ২ সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
জীবিত উদ্ধার হওয়া জেলে মহিউদ্দিন জানান, শনিবার রাত ৯ টার দিকে বয়ার চর সংলগ্ন মেঘনায় ফেলা জাল তুলছিলেন। এমন সময় দাড়ালো অস্ত্র ও লাঠিসোটা বোঝাই অপর একটি ট্রলার তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাথারি পিটুনিতে তারা প্রাণরক্ষায় উত্তাল মেঘনায় ঝাঁপ দেন। এক পর্যায়ে দস্যুরা ট্রলারের জাল ও অন্যান্য মালামাল নিয়ে সটকে পড়ে। চলে যাওয়ার আগে দস্যুরা নদীতে ফেলা জাল কেটে ট্রলার থেকে বিছিন্ন করে রেখে যান। অন্য জেলেদের সহায়তায় মহিউদ্দিন, রাকিব, স্বপন ও আক্তার নামের ৪জন উদ্ধার হন। আহত এ চারজন খাজুর গাছিয়া ঘাটে ফিরে আসেন। এদিকে খবর পেয়ে ঘাট থেকে অন্য ট্রলার নিয়ে স্বজনরা উদ্ধার অভিযান চালান। নিহত মিজানের ভাগ্নে ফিরোজ জানান, ঘটনাস্থলের কাছে একটি জাল ভাসতে দেখে তারা জালটি টেনে তোলেন। ওই জালের মধ্যেই মিজান ও রাব্বীর মরদেহ পাওয়া যায়। লাশসহ রাত ২টায় ঘাটে ফিরে আসেন তারা। আর আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হচ্ছে।
এদিকে একই পরিবারের দুইজনকে হারিয়ে শোকের মাতম চলছে। রোববার দুপুরে চরফ্যাসন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের খাজুর গাছিয়া ঘাট এলাকা দেখা যায়, মিজানের স্ত্রী লিমা, সাত বছরের শিশুকন্যা মিনজু ও লামিয়ার (২ বছর) আর্তনাত করছে। তাদের আহাজারীতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাশের ঘরে বসে ছেলে আর নাতির জন্য বিলাপ করতে করতে বাকরুদ্ধ হয়ে পনের মিজানের মা বৃদ্ধা রহিমা বিবি। ১৫ বছর বয়সি ছেল রাব্বির জন্য গগন বিদারী আর্তনাদ করছেন তারা মা- বিবি মরিয়ম ও বাবা মো. সিরাজ। খাজুর গাছিয়া বেড়িবাঁধের ঢালে বসবাস করে মিজান ও তার পরিবার। অপরদিকে ময়না তদন্ত ছাড়াই দুপুর ১২টায় জানাযা শেষে বাড়ির পাশেই ২জনকে দাফন করা হয়েছে। এমন ঘটনাকে নিষ্ঠুর হত্যাকাÐ উল্লেখ করে বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনার সাথে অন্য কোন রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখার দাবি পরিবারের।
তবে চরফ্যাশন উপজেলার শশীভ‚ষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাটোয়ারী জানান , রাতে মিজান মাঝির ট্রলারের জেলেরা জাল পেতে বসেছিল। এসময় জলদস্যুদের হামলা ভয়ে ট্রলারে থাকা ভাতিজা রাব্বি পানিতে লাফিয়ে পড়ে। পরে তাঁকে বাঁচাতে চাচা মিজানুর রহমানও পানিতে লাফ দেয়। এতে পানিতে ডুবে দুজনেই মারা যায়। তাদের শরীরে কোন জখমের চিহ্ন নেই। এ ঘটনায় কোনো অভিযোগ না দেওয়ায় তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সাথে অন্য কোন রহস্য রয়েছে কিনা পুলিশ তাও খতিয়ে দেখবে।
তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক