বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুলাই ২০১৯ রাত ০৯:৫৩
৬৮৩
জুয়েল সাহা বিকাশ : ইলিশ ভরা মৌসুম শুরু হলেও ইলিশের দেখা নেই ভোলার মেঘনা-তেঁতুলিযা নদীতে। সারাদিন রাত নদীর এপার-ওপার জাল ফেলেও মিলছে না ইলিশ। তবুও আশা ছাড়ছেন না জেলেরা। ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় দল বেঁধে নদীতে নামছে জেলে ও তাদের পরিবারের সদস্যরা। স্বপ্ন তাদের এটাই জালে ইলিশ ধরার পরবে। সেই ইলিশ বিক্রি করে মহাজনের দাদন, পাওয়ানাদারের টাকা ও এনজিওর ঋনের টাকা পরিশোধ করা। কিন্তু স্বপ্ন যেন আজকাল সোনার হরিণ হয়েছে। দেখা নেই ইলিশের। আর জেলে পল্লীগুলোতে দেখা দিয়েছে হাহাকার। কোন কোন পরিবারের পক্ষে তিন বেলা তো দূরের কথা দুই বেলা দু’ মুঠো খাবারও জুটছেনা।
ভোলার বিভিন্ন জেলা পল্লী ঘুরে জেলেদের সাথে আলাপকালে জেলেরা জানান, প্রতি বছর এ সময় নদীতে প্রচুর ইলিশ ধরা পরে। এসময়কালে নদীতে ইলিশ শিকার করে তা বাজারে বিক্রি করে মহাজন, পাওনাদারের টাকা ও ঋনজিওর ঋনের টাকা পরিশোধ করতে শুরু করে জেলেরা। কিন্তু এবছর বর্ষা মৌসুম ও ইলিশের ভরা মৌসুম শুরু হলেও এখনও নদীতে ইলিশের দেখা পাচ্ছেনা তারা।
ভোলা সদরের রাজাপুরের জেলে মোঃ হাসেম আলী জানান, এবছর ভরা মৌসুমে ইলিশা ধরার জন্য ঋনজিও ও মহাজনের কাছ থেকে ধার করে নতুন একটি ট্রলার ও জাল কিনেছি। কিন্তু গত কয়েক দিন ধরে নতুন ট্রলার ও জাল দিয়ে নদীতে নেমে কোন ইলিশা পাচ্ছিনা। সারাদিন নদীতে জাল ফেলে ফিরছি ২/৩ টি ইলিশ নিয়ে। যা ইঞ্জিনের তেলের টাকাও উঠছেনা।
ভোলা সদরের ভোলার খাল এলাকার জেলে বাদশা মিয়া জানান, এবছর রোজার আগ থেকে নদীতে মাছ না থাকায় পাওনাদারের ভয়ে বাড়ি থেকে ঢাকা পালিয়ে গেছি। সেখানে অন্য কাজ করে সংসার কোন রকমের চলেছে। এখন ভরা মৌসুম শুরু হওয়ায় বাড়িতে মাছ ধরার জন্য আসছি। গত ১ সপ্তাহ নদীতে গিয়ে প্রতিনিই ৩/৪ করে ইলিশ পাচ্ছি। ্এত পাওনাদারের টাকা পরিশোধ বা সংসার চালানো তো দুরের কথা তেলের খরচও উঠছেনা। তাই আর কয়েকদিন দেখে আবার ঢাকা গিয়ে অন্য কার করবো।
ইলিশা জংশন এলাকার জেলে লিয়াকত আলী জানান, এখন ইলিশের ভরা মৌসুম চললেও জালে ২/৪ টা ইলিশ ধরা পরে সারাদিন। এতে তেলেও টাকাও উঠানে। আমিসহ আমার ৪ ছেলে প্রতিদিন নদীতে গিয়ে তেলের টাকাও উঠাতে পারছিনা। এখন সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। গত তিনদিন ঘরে চাল না থাকায় অন্যে বাড়ি থেকে চাল ধার করে রান্না করা হয়েছিল। তাও তিন বেলার বদলে ১/২ বেলা খেয়েছি। ঘরের স্ত্রী সন্তান, ছেলের বউ ও নাতী-নাতনীদের মূখের দিকে তাকাতে পারিনা। তাই বাধ্য হয়ে টাকা ধার করে ৩ ছেলেকে গত কাল সোমবার রাতের লঞ্চে ঢাকায় অন্য কাজ করার জন্য পাঠিয়ে দিয়েছি।
সদরের তুলাতলি এলাকার জেলে জয়নাল মাঝি জানান, গত বছর এসময় নদীতে গিয়ে আমরা অনেক ইলিশ পেয়েছি। মাছ বিক্রি করে ধার-দেনা পরিশোধ শুরু করেছিলাম। কিন্তু এবছর এসময় নদীতে গিয়ে যা মাছ পাই তা দিয়ে তেলেও টাকাও উঠেনা। দার-দেনা পরিশোধ তো দুরের কথা সংসার চালাতে কষ্ট। তিনি আরো বলেন, নদীতে মাছ না থাকায় গত ৪/৫ দিন ধরে অনেক জেলে অভাবের কারণে বাড়ি থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পালিয়ে যাচ্ছে সংসার পরিচালনার জন্য।
এছাড়াও মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ না পরায় জেলার প্রতিটি মৎস্য ঘাটগুলোতে আড়াৎদাররা অলস সময় পার করছে।
ইলিশা জংশন মৎস্য ঘাটের আড়াৎদার মোঃ ফারুক মিয়া জানান, নদীতে ইলিশ না থাকায় জেলেরা যেমন অভাবে রয়েছে তেমনি আমরা আড়ৎদাররাও চড়ম অতাশায় রয়েছি। জেলেদের কাছে দাদনের টাকা পরে রয়েছে। নতুন করে জেলেরা ধার-দেনার জন্য প্রতিনিয়োত ছুটে আসছে। কিন্তু আমরা তাদের টাকা দিতে পারছিনা। তিনি আরো বলেন, মাছ না থাকায় কর্মচারীদের বসে বসে বেতন দিতে হচ্ছে।
এদিকে, ভোলার সাত উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ জেলে থাকলেও ১ লাখ ৩২ হাজার ২৬০ জনকে সরকারিভাবে নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে ৫১ হাজার ২৫০ জন জেলে সরকারিভাবে চাল বরাদ্দ পাচ্ছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম জানান, বর্তমানে নদীতে ইলিশের পরিমান খুবই কম। বৃষ্টি বাড়ার সাথে সাথে নদীতে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়াও আগষ্টের মাঝামাঝি সময় নদীতে ইলিশের পুরো ভরা মৌসুম শুরু হবে। তখন জেলেরা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবে।
তিনি আরো জানান, খুব দ্রæত নতুন করে আরো জেলেদের নিবন্ধন করা হবে। এছাড়াও সব জেলেরা যাতে সরকারিভাবে চাল পায় সেজন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানিয়েছি।
ভোলায় আবাসিক গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে মশাল মিছিল
ত্যাগ স্বীকার ব্যতীত কোন কিছু অর্জন করা যায় না : সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ
মেঘনা নদীতে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় এমভি সম্পদ লঞ্চ ক্ষতিগ্রস্ত
ভোলা থেকে ঢাকায় নেয়ার পথে সিএনজি গ্যাস পরিবহনের ৪টি গাড়ি আটকে দিলো ছাত্র জনতা
চরফ্যাসনে দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামী মো. আল আমিনকে গ্রেপ্তার
দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে : হাফিজ ইব্রাহিম
লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা
লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির নেপথ্যে
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত