অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার সাগর মোহনায় ভেসে আসা ডুবোচরে আটকা বার্জ ৩ দিনেও উদ্ধার হয়নি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুলাই ২০২২ রাত ০৮:০৪

remove_red_eye

৩২০




বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে চর নিজামে বঙ্গোপসাগরে ভেসে আসা ‘আলকুবতান’ নামের একটি নাবিকবিহীন বিদেশি বার্জ ৩ দিন ধরে ডুবোচরে আটকা অবস্থায় পড়ে রয়েছে। পাথরসহ মালামাল বোঝাই বার্জটির নিরাপত্তায়  কোস্টগার্ড নিয়োাজিত থাকলেও শনিবার বিকাল পর্যন্ত এর উদ্ধার কাজ শুরু হয়নি। এদিকে অভিযোগ রয়েছে, স্থানীয়রা ট্রলারে করে বার্জে থাকা গুরুত্বপূর্ন যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানাযায়, চরফ্যাশনের সাগর মোহনায় চর নিজামের কাছে কাছে সাগর মোহনায় গত বৃহস্পতিবার দুপুরের দিকে জেলেরা কোন জনমানব ছাড়াই ইঞ্জিন বিহীন একটি বার্জ ভাসমান অবস্থায় আটকে থাকতে দেখে। পরে তারা এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ও প্রশাসনকে জানান। খবর পেয়ে পর দিন শুক্রবার বেলা ১১ টায়  কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনা স্থলে যায় এবং ওই বার্জটির নিরাপত্তার দায়িত্ব নেয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যমকে জানান, পাথর বোঝাই বাজটি ভারতের কাকিনাদা পোর্ট থেকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট এর চলমান কাজের জন্য রওনা করে। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ায় টো করা টাগবোট "এ.এম এ্যাকুয়ার্ড" থেকে বার্জটি বিছিন্ন হয়ে যায়। বর্তমানে বার্জটি কোস্ট গার্ডের নিরাপত্তায় রয়েছে । বার্জটিতে কোনো মানুষ না থাকলেও একটি এক্সকাভেটর মেশিন, একটি পাথর ভাঙার মেশিন ও পাথরসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভোলা  প্রশাসককে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, আনুমানিক ১৩,০০০ মেঃটন পাথরসহ বার্জটিতে প্রায় কয়েক লাখ টাকার মালামাল রয়েছে।
মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল আরো জানান,বার্জের মালিক পক্ষকে জানানো হয়েছে। তাদের ৫ সদস্যের একটি ওয়াচ টিম ঘটনা স্থলে এসে পৌছেছে।  পায়রা বন্ধন থেকে একটি টাগ বোট রওয়ানা দিয়েছে। এছাড়া বার্জটি উদ্ধারে শনিবার সন্ধ্যায় চট্রোগ্রাম থেকে একটি টাগবোট রওয়ানা দিবে। সেটি রবিবার সকালে পৌছাবে। তখন কোস্টগার্ড বার্জের মালিক পক্ষের কাছে হস্তান্তর করলে তারা নিয়ে যাবে। কোস্টগার্ডের ১৯ সদস্যের ২টি টিম বার্জটির  নিরাপত্বায় নিয়োজিত রয়েছে।
এদিকে অভিযোগ উঠেছে, কোস্টগার্ড ঘটনা স্থল বার্জে যাওয়ার আগেই বার্জে কেউ না থাকার কারনে স্থানীয় প্রভাবশালীরা ও জেলেরা ট্রলারে করে বার্জে থাকা গুরুত্বপূর্ন যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানাগেছে। তবে বার্জের মালিক পক্ষ না থাকায় কি পরিমান মালামাল লুটপাট হয়েছে তা নিশ্চিত করে যানা সম্ভব হয়নি।





তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

আরও...