অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬ | ১৯শে পৌষ ১৪৩২


ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২২ রাত ১০:৪০

remove_red_eye

৪০৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক : "টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে ভোলায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।মঙ্গবার (৮ মার্চ) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচাক রাজিব আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো. ইকবাল হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন, নারীর প্রতি ক্ষমতায়ন বৃদ্ধিতে শিক্ষার কোন বিকল্প নেই। সমাজের সকল স্তরে শিক্ষা পৌঁছে দিতে হবে। শিক্ষায়ই পারে দৃষ্টিভঙ্গি বদলাতে, সমাজকে পরিবর্তন করতে। নারীরা এখন আর কোন কাজেই পিছিয়ে নেই, সর্ব ক্ষেত্রেই তারা অগ্রণী ভ‚মিকা পালন করছে। বিশেষ করে করোনা মহামারীতে নারীদের নেতৃত্ব প্রশংসার দাবি রাখে।
এসময় তিনি সকলকে আহবান জানিয়ে বলেন আমাদের সমাজে সমতা প্রতিষ্ঠা করতে হলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আপনি যৌতুকের বিরুদ্ধে কথা বলবেন নিজের ছেলের জন্য যৌতুক নেবেন, আপনি ইভটিজিং এর বিরুদ্ধে কথা বলনেন আপনার ছেলে আপনার ভাই ইভটিজিং করবে এটা হবে না। আপনাকেই আপনার পরিবারের পুরুষ (ছেলে,ভাই) কে কোন ইভ-টিজিং না করতে উদ্বুদ্ধ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে নারীদের ক্ষমতায়ন বাস্তবায়নে আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধধকতা বাল্য বিয়ে, যৌতক, ইভটিজিংসহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে আহবান জানান তিনি।সাংবাদিক আদিল হোসেন তপুর সঞ্চালনায়  এসময় আরও বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন, কৃষি স¤প্রসারন
অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মিজান মাহামুদ, জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলালীগের স¤পাদিকা শাফিয়া খাতুন, ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম,বাংলাদেশ মহিলা পরিষদের ভোলা জেলা স¤পাদিকা জিন্নাত রেহানা প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিল জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও নারী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ।


চরফ্যাশন সংবাদদাতা জানান , ”টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন  হয়েছে।
 মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১১ টিয়  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিকা খানম মিলি, বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আক্তারুল আলম সামু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নূরনবী, প্রমুখ।

এরপর দুপুরে অফিসার ক্লাবে তারন্যের কন্ঠস্বরের আয়োজনে  উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ইয়াসরিবা মুমু, সহকারী কমিশনার (ভূমি)'র সহধর্মিণী ফাতিমা আক্তার, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক শাহানুর বেগম বিউটি, নারী নেত্রী মাহমুদা খানম মিলি, ইশরাত জাহান, তাছলিমা, প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ জয়িতা পুরুস্কার তুলে দেন টি ব্যরেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষীকা পশালী রানী দাসের হাতে।


লালমোহন প্রতিনিধি জানান , ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা প্রকৌশলী মো. বেল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরও অনেকে। দৌলতখান প্রতিনিধি  জানান \ “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” ¯েøাগানে ভোলার দৌলতখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, আইনুন নাহার রেনু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার হুমায়ুন কবির সহ অনেকে।





ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

ভোলা-২ আসনে সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে সতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ -৭

ভোলা-২ আসনে সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে সতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ -৭

ভোলায় বেড়েছে শীতের প্রকোপ মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত

ভোলায় বেড়েছে শীতের প্রকোপ মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত

ভোলায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব

ভোলায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব

মনপুরায় পুলিশের অভিযানে আটক-১

মনপুরায় পুলিশের অভিযানে আটক-১

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

ভোলাসহ ১৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত

ভোলাসহ ১৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, শাস্তি বাড়ল কয়েকগুণ

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, শাস্তি বাড়ল কয়েকগুণ

আরও...