অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬ | ১৮ই পৌষ ১৪৩২


ভোলায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪০

remove_red_eye

১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কোন আনুষ্ঠানিকতা না থাকলেও উৎসবমূখর পরিবেশে বছরের প্রথম দিনেই দ্বীপ জেলা ভোলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। প্রতি বছররের মতো এ বছর বই উৎসব না হলেও যথা সময়ে বই পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে এক উৎসবের আমেজ।

আজ বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে স্কুল প্রাঙ্গনে অথবা যার যার  শ্রেনী কক্ষের সামনে লাইন ধরে দাড়িয়ে শিক্ষকদের কাছ থেকে বই  নিচ্ছে।নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছাসের যেন কমতি নেই।

শিক্ষার্থীরা বলছেন,তারা খুবই আনন্দিত।বছরের শুরুতে বই পাওয়ায় পড়াশোনায় এ বছর আর কোনো ব্যাঘাত ঘটবে না। এদিকে বছরের প্রথম দিনে বই পাওয়ায় অভিভাবকদের মনেও যেন স্বস্তি ফিরে এসেছে।তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বতী কালীন সরকারের প্রতি।

অন্যদিকে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পাড়ায় আনন্দিত শিক্ষকরাও।তারা বলছেন,অনানুষ্ঠানিক ভাবে হলেও যথা সময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরেছেন।এতে পাঠাদান আরও বেগবান হবে।
তবে জানা যায়,প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই পেলেও  বই মোটেও পাননি মাধ্যমিকের ৮ম শ্রেনীর শিক্ষার্থীরা।এছাড়া ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা পান নি সকল বিষয়ের বই।

জেলা শিক্ষা অফিসের তথ্য মতে, ভোলা জেলায় ৫১২ স্কুল- মাদরাসা- কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে ৩ লক্ষ ৪৬ হাজার ২১০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এসব শিক্ষার্থীদের জন্য 
 ৩৮ লক্ষ ৫৪ হাজার ২৫৫  বইয়ের চাহিদা থাকলেও এবছর এখন পর্যন্ত  বই আসছে ২৫ লক্ষ ৫৫ হাজার ৬৫৫টি বই।  এর মধ্যে অষ্টম শ্রেণীর কোন বই আসেনি।