অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


মনপুরায় ৩৬০ মিটার বেড়ীবাঁধের ভাঙ্গন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০১৯ রাত ১১:২৬

remove_red_eye

৫৩৯

 

মেহেদী হাসান নাহিদ, মনপুরা : নিন্মচাপের প্রভাবে জোয়ারের পানিতে ভোলার মনপুরা উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার দুই দফা জোয়ারের পানিতে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসের হাট ও সোনারচর এলাকায় ২-৩ ফুট জোয়ারের পানিতে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। অপরদিকে উপজেলার বিচ্ছিন্ন চর নিজাম ও কলাতলীর চর এলাকায় নি¤œাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

অপর দিকে নি¤œচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নদী তীর সংরক্ষন (বøক ড্যাম্পিং) এলাকার সংলগ্ন ৩৬০ মিটার বেড়ীবাঁধের ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও বেড়ীবাঁধের উপর নির্মিত পাকা সড়কটির একটি অংশ ভেঙ্গে পড়েছে। যে কোন সময়ে বেড়ীবাঁধটি ভেঙ্গে বির্স্তীণ এলাকা প্লাবিত হতে পারে। এতে পানিবন্দী হয়ে ঈদ উদযাপনের আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও অস্বাভাবিক জোয়ারে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামেনেওয়াজ মৎস্য ঘাট এলাকার বøক বাঁধ সংলগ্ন বেড়ীবাঁধের ভাঙ্গন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা, লিংকন, নাহিদ, শরীফ, আল-আমিনসহ অনেকে জানান, বেড়ীবাঁধটি ভেঙ্গে গেলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে। এছাড়াও নদী তীর সংরক্ষণ প্রকল্পটির ব্যাপক ক্ষতি হবে।

এব্যাপারে পানি বোর্ড ডিভিশন-২ এর উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, ভাঙ্গন কবলিত ৩৬০ মিটার বেড়ীবাঁধের সংস্কারের জন্য গত মাসে ইমারজেন্সী কাজ দেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ার জন্য ঠিকাদার কাজ করতে সমস্যা হচ্ছে।তারপরও দ্রæত কাজ শেষ করতে বলঅ হয়েছে।

ঠিকাদার সাবেক ইউপি মেম্বার মিজান জানান, বৈরী আবাহাওয়া ও পাউবোর নতুন নিয়মে কাজ করতে সমস্যা হচ্ছে। এছাড়াও প্রকল্প এলাকায় মাটি ফেলা হলে তা জোয়ারে চলে যায়। এদিকে বালি পাওয়া না যাওয়ায় জিও ব্যাগের ড্যাম্পিং করা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, ক্ষতিগ্রস্থ এলাকায় দ্রæত কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।