চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৩২
৫১৭
চুরির আতংকে রাতে গ্রামবাসীর পাহারা
এআর সোহেব চৌধুরী , চরফ্যাশন : চোরের উৎপাতে অতিষ্ঠ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা। চোর চক্রের ধারাবাহিক চুরির ঘটনায় ওই ইউনিয়নের বাসিন্দারা ঘর চুরির সঙ্কায় রাতে বসিয়েছেন পাহারা। রাতে প্রত্যেক পাড়া মহল্লায় একজন করে বাড়ির বাসিন্দা সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত নিজের বাড়ি পাহারা দিচ্ছেন বলে স্থানীয় গ্রামবাসীরা জানান।
ভূক্তভোগীদের অভিযোগ চোর চক্রের বিরুদ্ধে উপজেলার শশিভূষণ থানায় মামলা করার পরেও থামছেনা চুরি। এ চক্রের উপদ্রবে দিনেদুপুরে গ্রামের মানুষের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ডিম, হাঁস-মুরগি ও গবাদী পশুসহ গৃহস্থের ব্যবহৃত আসবাবপত্র এবং মূল্যবান পণ্য সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি তাঁরা চোর চক্রটিকে চিহ্নিত করতে পেরেছেন। তাঁরা জানান,এলাকার বাসিন্দা আনিছুল হকের ছেলে মাগরিব (৩০) ও সজিব (২৭) এবং পারভেজ (১৮)সহ আরও সঙ্গীয় ৭/৮জন একত্রিত হয়ে গ্রামে একটি চোর চক্র রয়েছে। ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা নাসিমা বেগম কান্নাভরা কন্ঠে অভিযোগ করে বলেন, বাড়িতে আমার স্বামী না থাকায় রাতের বেলা একই এলাকার বাসীন্দা মাগরিব আমার সামনে দিয়ে ঘর থেকে ব্যবহৃত বিদেশি কম্বল,পাতিল ভরা চাল ও নগদ টাকা নিয়ে যায়। স্থানীয় আরেক বাসিন্দা মোস্তাফিজ মিঝি বলেন, কয়েকদিন পূর্বে মাগরিব ও তাঁর ভাই সজিব আমার ঘর থেকে আট হাজার টাকা ও স্বর্ণলঙ্কার চুরি করে। এর আগেও এ চোরদের স্থানীয়রাসহ আটক করা হয়েছিলো। গ্রামের বাকের দফাদার নামে আরেক ভূক্তভোগী বলেন, গভীর রাতে আমার বসত ঘরে সজিব চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। কবির মিয়া বলেন, মাসখানেক আগে আমার কষ্টার্জিত ধান বেঁচা ৭৭হাজার টাকা নিয়ে যায় চোরের দল। এছাড়াও এর আগেও ওই চোর চক্রটি ঘর থেকে ১লাখ ২০হাজার টাকা চুরি করে। গ্রামবাসী বলেন, এই চোর চক্রের একাধীক সদস্যকে হাতেনাতে কয়েকবার ধরার পরেও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দিতে হয়েছে। এলাকায় মোরল মাতুব্বরদের কাছে একাধীকবার জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় চোরদের বিরুদ্ধে ভূক্তভোগীরা গত ডিসেম্বরের ১৭ তারিখে ৩জনকে আসামী করে থানায় একটি মামলা করেন বলে জানা গেছে। মামলা সূত্রে জানা যায়, ডিসেম্বরের ১৪ তারিখ গভীর রাতে ওই গ্রামের বাসিন্দা সুমন কাজির বসতঘরে সজিব ও মাগরিব সিঁদ কেটে তাঁর ঘর থেকে দুইটি মোবাইল ফোন,নগদ ৬৫হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাওয়ার সময় তাঁদের চিনতে পেরে ধাওয় করেন ভূক্তভোগীরা। এসময় তাঁদের ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়। ভূক্তভোগী সুমন কাজি বলেন, থানায় মামলা করার পর থেকে মামলা উঠিয়ে নেয়ার জন্য অভিযুক্ত আসামীদের পরিবার ও পলাতক আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি ধমকি দিয়ে আসছে। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী বলেন, চুরির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে ওই মামলায় মাগরিব নামের একজনকে গ্রেপ্তার করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । এছাড়াও ওই মাগরিবের বিরুদ্ধে সিআইডিতে শিশু হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে।
তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক