অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে সড়ক প্রশস্তকরণ কাজে ক্ষতিগ্রস্ত বিটিসিএলের ক্যাবল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:৫৭

remove_red_eye

৬০২



এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : ভোলা জেলায় আন্তঃযোগাযোগ ব্যবস্থায় জেলার পরানগঞ্জ বাজার থেকে চরফ্যাশন-বাবুরহাট পর্যন্ত ৯৪ কিলোমিটার আঞ্চলীক মহাসড়কটি ৩০ফুট প্রশস্ত করার উন্নয়মূলক কাজ চলমান রয়েছে। ভোলা সড়ক ও জনপথ বিভাগের টেন্ডারে এ আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএল। এ নির্মাণ কাজে মাটি উত্তলনের সময় এক্সক্যাভেটর দ্বারা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অফটিক্যাল ফাইবার ও কোপারওয়ার তার (আন্ডার ক্যাবল) কাটা যাচ্ছে।
উপজেলা বিটিসিএল’র টেকনেশিয়ান মো. শহিদ জানান, আমরা এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক্সক্যাভেটর ড্রাইভার মো. খলিল ও শহিদসহ সংশ্লিষ্ট শ্রমীকরা আমাদের সঙ্গে খারপ ব্যবহার করে এবং শ্রমিকরা তারগুলো উঠিয়ে নিয়ে বিক্রি করে ফেলছে। সরজমিন ঘুরে পানি উন্নয়বোর্ড ভোলা-২ সংলগ্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ের সামনে দেখা যায় শ্রমীকরা আগুনে তার পুড়িয়ে তামা সংগ্রহ করছে। জিজ্ঞেস করতেই শ্রমীকরা বলেন, মাটির সঙ্গে এ তার উঠে আসছে। তাঁরা এ তার বিক্রি করে চায়ের পয়সা সংগ্রহ করে চা খান। বিটিসিএল চরফ্যাশন শাখার ইনচার্জ মো. ফয়েজ বলেন, নিয়ম অনুযায়ী আমাদের সহযোগীতা না নিয়েই চরফ্যাশনে জনতা বাজার থেকে ফ্যাশনগঞ্জ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ক্যাবল তারগুলো মাটি উত্তলনের সঙ্গে খামখেয়ালীভাবে নষ্ট করে ফেলছে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমীকরা। এছাড়াও ওই তার সংরক্ষণ না করে তাদের শ্রমিকরা আগুনে পুড়িয়ে তারের তামাগুলো বের করে বিক্রী করে ফেলছে। ভোলা কর্মকর্তা মনিরুল আলম বলেন, ভোলার ইলিশা থেকে প্রায় ১০০ কিলোমিটারের মধ্যে আমাদের বিটিসিএলের ভূগর্ভস্থ টেলিফোন ও ইন্টারনেটের ক্যাবল তার রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকেরা আমাদের সঙ্গে সমন্বয় ছাড়াই ভোলা থেকে চরফ্যাশন পর্যন্ত সড়কের কাজ করছে। তারা এ নির্মাণ কাজ করতে গিয়ে বিটিসিএলের কয়েক কোটি টাকার ক্ষতি করেছে। আমরা ঊর্ধ্বোতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাদের এ ক্ষতির ফলে টেলিফোন ও ইন্টারনেটের লাইনগুলো নতুনভাবে কার্যক্রম ছাড়া সংস্কার করা সম্ভব না। যার ফলে অফিস আদালতসহ হাজারো গ্রাহক ভোগান্তীতে রয়েছে। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক্সক্যাভেটর ড্রাইভার খলিল বলেন,টেলিফোনের তার মাটির সঙ্গে ওঠলেও তা মাটির সঙ্গেই চলে যায় আবার ছিড়েও যায়। এ তার সংগ্রহ করতে হলে শ্রমিকের প্রয়োজন রয়েছে। ভোলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. দিদারুল বলেন, এরকম হওয়ার কথা না। কোম্পানী ও কন্ট্রাক্টরের দায়িত্বে থাকা লোকজনকে বিষয়টি জানানো হয়েছে। কোম্পানীর লোকজন যদি এরকম করে থাকে তাহলে এ বিষয়টি নিয়ে দায়িত্বে থাকা কোম্পানীর ঊর্ধ্বোতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।





তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

আরও...