অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশুশ্রেণির এক ছাত্র নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০১৯ রাত ০৮:২৪

remove_red_eye

৭৯০

ইসতিয়াক আহমেদ : ভোলায় স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পারভেজ নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে ভোলার ইলিশা সড়কের ব্যারিস্টার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পারভেজ স্থানীয় ১৪ নং পূর্ব চরইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। শিশুটির পিতা লেদু মিয়া অটোরিক্সা চালক।
ওই স্কুলের শিক্ষক মো: শাহাবুদ্দিন জানান, জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে ওই শিশুটি মূল সড়কের পাশে মাটির রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। যাত্রীবাহী একটি বাস দ্রæত গতিতে ইলিশা ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি আলফা সাইড না পেয়ে আত্মরক্ষার জন্য রাস্তার বাইরে গিয়ে শিশুটিকে চাপা দেয়। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আলফা চালককে মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।