অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ইউপি নির্বাচন পরবর্তী হামলা বাড়ি দোকান ভাংচুর আহত ২০ জন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২১ রাত ১০:০০

remove_red_eye

৪৮৪



চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার রসূলপুর , ওসমানগঞ্জ ও আব্দুল্লাহপুর ইউনিয়নে রবিবার রাতে নির্বাচন পরবর্তী  সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ঘর বাড়ি দোকান ভাংচুরসহ ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতরদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানান, ভোলার চরফ্যাশনের ৭ইউপি নির্বাচন পরবর্তী উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকে ভোট দেয়াকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সহিংস ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় ওসমানগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কেন্দ্র সংলগ্ন সিকদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। হামলায় আহতরা হলেন,ছকিনা খাতুন (৭০) রুনা বেগম (৫০) আবু তাহের (৪০), নাহার (৩৭) বিবি তাহেরা (৩৫) প্রেমা (১২) ও সাকিব (৭)।
নাহার অভিযোগ করে বলেন,ওসমানগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছে। আমরা আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দেয়ায় এবং সাপোর্ট করায় আনারস প্রতিকের সমর্থকদের নির্দেশনায় স্থানীয় সন্ত্রাসী রমিজ উদ্দিনের নেতৃত্বে অন্তত ৫০জন গুন্ডা বাহিনী দেশিও ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আমাদের বাড়িতে এসে এলোপাথাড়ি মারধর করে। আবদুল মন্নান সিকদার বলেন,আমাদের বাড়ির লোকেরা বাড়ি সংলগ্ন চায়ের দোকানে গেলে রমিজ ও টুটুল,মনির,সাদ্দাম,কাইউম, তারেক,মিঠু,ছাত্তার,সিরাজ,ফিরোজসহ একাধিক বহিরাগত সন্ত্রাসীদল আমাদের মারধর করে বাড়িঘর কুপিয়ে ও ইটপাটকেল মেরে ঘরে প্রবেশ করে টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার লুটপাট করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে চরফ্যাশন থানাপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন বলেন, চায়ের দোকানের সামনে নির্বাচনী বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে দুই পক্ষের মধ্যেই পাল্টাপাল্টি হামলা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জাানা গেছে। অন্যদিকে একই ইউনিয়নের ২নং ওয়ার্ড হাসানগঞ্জ গ্রামের মমতাজ বেগমকে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আলমগীর মাতাব্বরের মোরগ প্রতিকের সমর্থন করায় সকাল ১০টায় ও আলমগীর পাটোয়ারীকে আনারস প্রতিকের এজেন্ট হওয়ায় মুশফিকুর রহমান, মাহিম,আপন,আসিফ, নিশাত ও রুবেল,শফিক,তানজিদ,রহিম,খালেক,ইউসুফ মিলে দেশিও অস্ত্র নিয়ে বিচ্ছিন্নভাবে বাড়িঘরে হামলা ভাংচুর,মারধর ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় চরফ্যাশন থানায় আলাদা দুইটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। এছাড়াও রসুলপুর ৪নং ওয়ার্ডে তালা প্রতিকের প্রার্থী শাহেআলম ও টিউবওয়েল প্রতিকের প্রার্থী কামালের সমর্থক কর্তৃক দুই দফায় বাড়িঘরে হামলা ও ভাংচুর করে বলেও খবর পাওয়া গেছে। তবে এ হামলায় চরফ্যাশন হাসপাতালে কামাল খাঁ'র ৪ সমর্থককে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে আহতরা হলেন,ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি বাবুল খাঁ ও সাংগঠনিক সম্পাদক সবুজ সবুজ খাঁ (৫২), আলাউদ্দিন খাঁ (৪৫) ও রাসেল বেপারী (২২)। আহত বাবুল অভিযোগ করে বলেন, আমরা টিউবওয়েল প্রতিক কামাল খাঁ'র সমর্থক। প্রতিদ্বন্দ্বী তালা প্রতিকের প্রার্থী শাহে আলমের নেতৃত্বে, মহিউদ্দিন, সোলাইমান,বেলায়েত ও রফিকসহ শতাধিক সন্ত্রাসী গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা দেশিও ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে। সবুজ বেপারী বলেন,ভোট গণনা শেষে আমরা শুনতে পাই যে আমাদের টিউবওয়েল প্রতিক দুই ভোট বেশি পেয়ে জয়লাভ করে। কামাল খাঁ বলেন,শাহেআলম গ্রুপ আমাদের কৌশলে মামলা হামলার উদ্দেশ্যে এঘটনা ঘটিয়েছে এবং শাহেআলম গ্রুপের লোকেরা আমাকে হুমকি বাড়িঘর ছাড়া করার জন্য ধমকি দিচ্ছে। তবে তালা প্রতিকের লোকজন এসে আমাদের হুমকি ধমকি দিয়ে বলে কোনো উল্লাস হবেনা কিসের দুই ভোট বেশি পেয়েছে? ভোট সমান সমান হয়েছে বলেই আমাদের মারধর করে। এ অভিযোগ অস্বীকার করে তালা প্রতিকের প্রার্থী শাহে আলম জানান ভোটের বিষয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, টিউবওয়েল ৭৬৩ ও তালা প্রতিক ৭৬৩ ভোট পেয়েছে। আইন অনুযায়ী এ দুই প্রার্থীর ভোট পূনরায় নেয়া হবে। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী বলেন অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
অপর দিকে চরফ্যাসনের আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহামুদুল হকের কর্মীরা ইউসুফের সমর্থকদের উপর হামলা করে । এ সময় সঘর্ষে ২০ জন আহত । এ সময় ২টি বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। এদিকে গুরুতর আহতদের  চরফ্যাশন হাসপাতালে  ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।






তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

আরও...