অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬ | ১৮ই পৌষ ১৪৩২


খাদ্য উদ্বৃত্ত ভোলা জেলায় পুষ্টিহীনতায় ৩৮ ভাগ মানুষ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২১ ভোর ০৫:৫৭

remove_red_eye

৩৮৭

 ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে ৪২ ভাগ  নারী রক্ত স্বল্পতায়  ৫ বছরের নীচের ৩৮ ভাগ শিশু পুষ্টিহীনতায় ভুগছে
 
অমিতাভ অপু : দ্বীপ জেলা ভোলায় বছরে ৭ লাখ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকার পর ৩৮ ভাগ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। এর কারণ অনুসন্ধানে বের হয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। কৃষি, প্রানিসম্পদ ও মৎস্য বিভাগের তথ্যে ২০ লাখ মানুষের চাহিদা পূরণের পর চালে উদ্বৃত্ত ৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন, সবজিতে ৪৮ হাজার মেঃ টন, ডাল জাতীয় খাদ্যে ১০ হাজার মেঃ টন। মাছে উদ্ধৃত্ত ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন । মাংসে উদ্ধৃত্ত ৫ হাজার ২শ মেট্রিক টন । ডিম ও দুধে সমান অবস্থান ।  
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের গবেষনার তথ্যে জেলার ৩৮ ভাগ মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন। জেলা হিসেবে ভোলার অবস্থান ৬২তম স্থানে। ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে ৪২ ভাগ নারী রক্ত স্বল্পতায় রয়েছেন। ৫ বছরের নীচের ৩৮ ভাগ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। সোমবার জেলার বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন ও মনিটরিং বিষয়ক দুই দিনের কর্মশালার সমাপনীতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ ( বিএনএনসি’)র মহাপরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান ও গবেষকরা জেলার তথ্য তুলে ধরে বিস্ময় প্রকাশ করেন। এর কারণ অনুসন্ধান করে দ্রæত কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রস্তাবও করা হয় ওই বৈঠকে। ভোলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু মোহাম্মদ এনায়েতউল্লাহ এমন বিষয়ে এ প্রতিবেদককে জানান, জেলার ২০ লাখ মানুষের চাহিদার তুলনায় চাল, ডাল জাতীয় ও সবজিতে উদ্বৃত্ত উৎপাদন রয়েছে। এমন পরিস্থিতিতে কেউ পুষ্টিহীনতায় থাকার কথা নয়। এখন প্রয়োজন খাদ্যভাস্যের পরিবর্তন করা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা। তেল জাতীয় খাদ্যে ভেজাল থাকায় নানা রোগ দেখা দিচ্ছে উল্লেখ করে ওই কর্মকর্তা জানান ৮০ ভাগ মানুষ গ্যাস্টিক জনিত সমস্যায় রয়েছে। ফলে নিরাপদ খাদ্য বিষয়ে গুরুত্ব দেয়ারও দাবি জানান কৃষি বিভাগের উপ-পরিচালক। জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম জানান, শুধু ভোলা জেলা নয় দেশে ইলিশ উৎপাদনের ৩৪ ভাগ উৎপাদন হচ্ছে ভোলায়। প্রানিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ মন্ডল জানান, মাংসে জেলার চাহিদা পূরনের পর ভোলা থেকে গরু ছাগল এখন দেশের অন্য জেলার চাহিদা পূরণ হচ্ছে । ডিম উৎপাদনেও জেলার অবস্থান এখন চাহিদার প্রায় সমান। জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মমিন টুলু জানান, বেশিরভাগ খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত হওয়ার পর জেলার মানুষ পুষ্টিহীনতায় থাকবে এটা মানা যাচ্ছে না। সরকারিভাবে দরিদ্র্য পরিবারের জন্য আর্থিকসহ নানা সুবিধা দেয়া হচ্ছে। ওই কারনে দারিদ্র্যতা দুর হলেও খাদ্যাভাস্যের পরিবর্তন আনা হচ্ছে না। নারীরা এখনও পুষ্টিমানের খাদ্য গ্রহণ করেন না । এমন তথ্য তুলে ধরেন এনএনসি’র উপ-পরিচালক ডাঃ ফারজানা রহমান, উপ-পরিচালক ডাঃ জুবাইদা নাসরীন, উপ-পরিচালক ডাঃ আকতার ইমাম। ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক - ই - লাহী চৌধুরী জানান, পুষ্টির বিষয়টি খুবই গুরুত্বপূর্ন। খাদ্যের ৬টি মান এতে নিহত রয়েছে। প্রত্যেক পরিবারকে এই সব বিষয়ে সচেতন হতে হবে। ভোলার সিভিল সার্জস ডাঃ কেএম শাফিকুজ্জামান জানান, পুষ্টি’র জন্য গর্ভাবস্থা থেকে শিশুদের খাততি দেখা দেয়। এমনকি সন্তান ধারণক্ষম মায়েরা থাকেন ঝুঁকির মধ্যে। তাই পুষ্টি জনিত খাদ্য আমাদের নিয়মিত গ্রহণ করতে হবে। কর্মশালায় অংশ নেয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ও সমাজ সেবাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ভেজাল খাদ্য বাজারজাতকারীদের বিষয়ে কঠোর আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানান। অপরদিকে কৃষি উৎপাদনে কীটনাশক জাতীয় বিষ ও ক্যামিকেল জাতীয় সার ব্যবহার বন্ধেরও প্রস্তাব করা হয়। সরকারিভাবে পুষ্টি জনিত বিশুদ্ধ তেল বাজারজাত করার দাবি জানান ,ভোলার নাগরিক কমিটির সহসভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ । অপরদিকে স্থানীয় অনুসন্ধানে লক্ষ্যনীয় ২০ ভাগ মানুষ স্থানীয় উৎপাদিত চাল ( খাদ্য) খান না। এরা বাজারজাত করা মিনিকেটসহ কৃত্রিম প্যাকেজজাত চালের উপর নির্ভরশীল। ওই সব চালের মান নিয়ে প্রশ্ন তোলা হয় ওই কর্মশালায়। আমাদের রক্ত স্বপ্লতা, পুষ্টিহীনতার জন্য উৎপাদিত খাদ্যের চেয়ে ভেজাল খাদ্য বেশি দায় বলেও মনে করছেন স্থানীয়রা।






ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

ভোলা-২ আসনে সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে সতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ -৭

ভোলা-২ আসনে সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে সতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ -৭

ভোলায় বেড়েছে শীতের প্রকোপ মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত

ভোলায় বেড়েছে শীতের প্রকোপ মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত

ভোলায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব

ভোলায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব

মনপুরায় পুলিশের অভিযানে আটক-১

মনপুরায় পুলিশের অভিযানে আটক-১

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

ভোলাসহ ১৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত

ভোলাসহ ১৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, শাস্তি বাড়ল কয়েকগুণ

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, শাস্তি বাড়ল কয়েকগুণ

আরও...