বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৯ রাত ১১:১৫
৫৪৪
হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় গত কয়েক বছর ধরে আখের চাষ বৃদ্ধি পেয়েছে। প্রতি বছরই এখানে আখ আবাদের জমি সম্প্রসারিত হচ্ছে। ২০১২-১৩ অর্থবছরে আখ চাষ হয়েছিলো ৫৩৬ হেক্টর জমিতে। আর বর্তমানে (২০১৮-১৯) আবাদ হয়েছে ৮২৪ হেক্টর জমিতে। আখের রোগ বালাই কম হওয়া, দাম ভালো পাওয়া, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ সেবা, প্রশিক্ষণ ইত্যাদীর কারণে অখের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে চলতি মৌসুমে আখের আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৪৪ হেক্টর জমিতে বেশি হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বরিশাল, নোয়াখালী, চট্রগ্রামসহ বিভিন্ন অঞ্চলে এখান থেকে আখ বিক্রি করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বীনয় কৃষœ দেবনাথ বলেন, এই জেলায় গুর করার চাইতে চিবিয়ে খাওয়ার আখটা বেশি আবাদ করা হয়। কারণ চিবিয়ে খাওয়ার আখে গুর করার চাইতে অন্তত ১০ ভাগ লাভ বেশি হয়। তাই দাম বেশি পাওয়াতে চাষিরা আখ চাষের দিকে ঝুঁকছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে ধান চাষে লাভ কম হওয়াতে অনেক চাষি আখের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।
তিনি আরো বলেন, জেলায় ইতোমধ্যে প্রায় ৫০০ চাষিকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। চারা রোপন, রোগ-বালাই দমন, সার প্রয়োগসহ নানান বিষয়ে মাঠ পর্যায়ের কর্মীরা নিয়মিত কৃষকদের পরামর্শ সেবা দিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এখানে আখ চাষের ব্যাপক সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, জেলায় ২০১২-১৩ অর্থবছরে আখ চাষ হয়েছিলো ৫৩৬ হেক্টর জমিতে। ২০১৩-১৪ বছরে ৪৪ হেক্টর জমি বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮০ হেক্টর। ২০১৪-১৫ বছরে হয়েছে ৬১৩। ১৫-১৬ অর্থবছরে চাষ হয়েছে ৭০৫ হেক্টর জমি ও ১৬-১৭ বছরে হয়েছে ৭৬০ হেক্টর জমিতে। ১৭-১৮ বছরে ৭৮০ ও ১৮-১৯ বছরে ৮২৪ হেক্টর জমি। প্রতিবছরই জেলায় আখ চষের জমির পরিমান বাড়ছে।
কৃষি কর্মকর্তারা জানান, ভোলায় কালী বোম্বাই, বোম্বাই, ২০৮, ঈশ্বরদী-২০৮ ইত্যাদী জাতের আখের চাষ বেশি হয়। প্রায় বছরকালীন মেয়াদের ফসল আখ গত বছরের নভেম্বর-ডিসেম্বরের দিকে ক্ষেতে রোপন করেছেন কৃষকরা। আগষ্ট থেকে অনেক স্থানে আগাম কর্তন শুরু হলেও অক্টোবর পর্যন্ত ফসল তুলবে চাষিরা। তবে বর্তমানে বাজার দর বেশি পাওয়ায় প্রথম দিকের আখ রোপনকারীরা লাভবান হচ্ছেন বলে কৃষি কর্মকর্তারা জানান।
তারা আরো জানান, জেলায় চলতি মৌসুমের আখের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার ৮৮০ মে:টন। যা হেক্টর প্রতি ৪৬ মে:টন করে। ইতোমধ্যে প্রায় সারে ৪’শ হেক্টর জমিতে আখ কর্তন করা হয়েছে। এছাড়া আখ চাষে উদ্ভুদ্ধ করার জন্য ১’শ চাষিকে উন্নত আখের চারা (কাটিং) বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কৃষক রহমত মিয়া, বারেক আলী বলেন, আখে সাধারণত রোগ বালাই তেমন দেখা যায়না। তারপরেও কখোনো রেড-রড রোগ দেখা দেয়। এবছর এই রোগের উপদ্রব ছিলোনা। তাই তাদের ৭ হেক্টর জমিতে আখের ফলন ভালো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তাদের আখ কর্তন শুরু হবে। আশা করছেন ভালো দাম পাবেন তারা।
উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ বলেন, আখে সাধারণত রোগ-বালাই তেমন হয়না। তারপরেও রেড-রড ও মাজরা পোকার আক্রমন মাঝে মাঝে দেখা দেয়। রেড-রড হলে সেই (আক্রান্ত) জমিতে পরের বছর আখ চাষ না করার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। এছাড়া মাজরা পোকা হলে ক্ষেতে বল্লা পোকাই তা নির্ধন করে ফেলে। তাই ক্ষেতে বল্লা পোকার বাসা না ভাঙ্গতে কৃষকদের বলা হচ্ছে।
বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা
ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণারা, চলছে বিজয় প্যারেড
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার আরো এক মামলা হাইকোর্টে বাতিল
নতুন ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন
তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি বিএনপির
ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপন
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত