বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২১ রাত ০৯:১১
৫২৪
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ৩৮ টি মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় শত কোটি টাকা ব্যয়ে ‘মুজিব কিল্লা নির্মাণ সংস্কার ও উন্নয়ন প্রকল্পের’ মাধ্যমে এসব বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ৬টি, দৌলতখানে ২ টি, বোরহানউদ্দিনে ১ টি, তজুমদ্দিনে ৯ টি, লালমোহনে ৭ টি, চরফ্যাশনে ৭ টি ও মনপুরায় ৬ টি কিল¯œা রয়েছে। দুর্যোগকালীন সময়ে এসব কিল্লায় কয়েক হাজার মানুষ ও গবাদী পশু আশ্রয় নিতে পারবে। ইতোমধ্যে ৬টি কিল্লার নির্মাণ কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর কাজ শুরু করা হবে।
মুজিব কিল¯œা নির্মাণের দায়িত্বরত কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, মোট কিল্লার মধ্যে এ ক্যাটাগরীর ১৮ টি ও বি টাইপ ২০ টি কিল্লা নির্মাণ করা হচ্ছে। এ গ্রেডের কিল্লা ৫০ ফুট বাই ১২০ ফুট, বি গ্রেডে ১৬০ ফুট বাই ১৫০ ফুট জমির উপর নির্মিত হবে। প্রত্যেকটি কিল্লায় জমি থেকে ১২ ফুট উচ্চতায় একতলা বিশিষ্ট নির্মিত হচ্ছে। এছাড়া এ ক্যাটাগরির কিল্লায় গবাদী পশু রাখা যাবে প্রায় সাড়ে ৪’শ ও ৬২৫ জন মানুষ আশ্রয় নিতে পারবে। বি গ্রেডে ৪১০ গবাদী পশু ও সাড়ে ৭’শ মানুষ দুর্যগকালীন সময় অবস্থান নিতে পারবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে ভোলা সদরে ২ টি, মনপুরায় ৩ টি ও চরফ্যাশনে ১টি মুজিব কিল্লার নির্মাণ কাজ শুরু হয়েছে ১১ কোটি টাকা ব্যয়ে। বর্তমানে প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে এবং আগামী বছরের জানুয়ারির মধ্যে এসবের কাজ সম্পন্ন করা হবে। প্রত্যেক কিল্লায় ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ ব্যবস্থা থাকছে। পাশাপাশি পুরুষ ও নারীরদের জন্য আলাদা টয়লেট, সুপেয় পানি, হ্যারিং বনের রা¯ত্মাসহ সব ধরনের আধুনিক সুজোগ সুবিধা থাকছে এখানে।
জেল ত্রাণ ও পুর্নবাসণ কর্মকর্তা মো: মোতাহার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর উপকূলীয় এই অঞ্চলে দূর্যোগে প্রাণহানী রÍগায় প্রথম কিল¯œা স্থাপনের উদ্যেগ নেন। তাই এগুলোকে মুজিব কিল্লা বলা হয়। ভোলায় মোট ২৪ টি মাটির কিল্লা রয়েছে। এর মধ্যে সচল রয়েছে ৭টি ও বাকিগুলো জরাজির্ণ অবস্থায় রয়েছে। তাই সরকার অত্যাধুনিক মানের কিল্লা স্থাপন করার উদ্যেগ গ্রহণ করেছে। তিনি বলেন, জেলার দুর্গম চরাঞ্চল ও নদী তীরবর্তী দুর্যোগ প্রবণ এলাকায় আগ্রাধীকার ভিত্তিতে এসব কিল্লা হচ্ছে। স্থানীয় ত্রাণ ও পূর্নবাসণ কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বা¯ত্মবায়ন কর্মকর্তার দপ্তর এগুলো তত্তাবধায়ন করছে। এসব কিল্লা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জান মাল রÍগায় গুরুত্বপূর্ণ র্ভমিকা রাখার সাথে দূর্যোগ মোকাবেলায় মানুষের সক্ষমতা তৈরি হবে বলে মনে করেন তিনি।
স্থানীয় প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে দূর্যোগ পরবর্তি ভোলার দূর্গত এলাকা পরিদর্শনে এসে প্রাণহানী রÍগায় এই কিল্লা নির্মাণের নির্দেশ দেন। যাতে জলোচ্ছাসে মাটির উঁচু স্থানে গবাদী পশু ও মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারে। দূর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধুর নিজস্ব কিল্লা চেতনা থেকেই এসব কিল্লা নির্মিত। তাই দূর্যোগ ঝুঁকি হৃাসে নতুন এসব মুজিব কিল্লার ব্যাপক ভূমিকা বলে জানান তিনি।
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক
ভোলা-২ আসনে সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে সতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ -৭
ভোলায় বেড়েছে শীতের প্রকোপ মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত
ভোলায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব
মনপুরায় পুলিশের অভিযানে আটক-১
পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান
ভোলাসহ ১৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত
নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল
র্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর
ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, শাস্তি বাড়ল কয়েকগুণ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক