অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬ | ১৮ই পৌষ ১৪৩২


ভোলার মেঘনায় কাঙ্খিত ইলিশ না পাওয়ায় জেলেরা হতাশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২১ রাত ০৯:০৯

remove_red_eye

৪৯০




অমিতাভ অপু :  ভোলার মেঘনার শাহবাজপুর চ্যানেল , তেঁতুলিয়া ও সাগর মোহনায়  ইলিশের ডিম ছাড়ার জন্য ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে কাঙ্খিত ইলিশ মিলছে না নদীতে। হতাশ জেলেরা। দিন ভর জাল ফেলে নৌকা প্রতি ( যে নৌকার জেলে সংখ্যা ৪ থেকে ৬ জন)  মিলছে না ১৫ থেকে ২০ টি ইলিশ। তাও আকার ছোট। দাম হালি প্রতি ৫শ থেকে ৭শ টাকা। দিন শেষে এক এক জেলের আয় ৩০০ টাকা। ওই টাকায় সংসারের ব্যয় বহন সম্ভব হচ্ছে না। অপরদিকে ১০০টি ইলিশের মধ্যে বড় ৭ থেকে ৯ গ্রাম ওজনের  পাওয়া যাচ্ছে মাত্র ৫ থেকে ৭টি। এর মধ্যে পাইট ( ডিম ছেড়েছে) ইলিশই বেশি। বাজাওে ওই ইলিশের চাহিদা কম। অপরদিকে ছোট ইলিশের পেটেও ডিম দেখা যাচ্ছে। ওই সব ইলিশ ডিম ছাড়ার সুযোগ পায় নি । বুধবার এমন কথা জানান ইলিশার মেঘনা পাড়ের মাছ ব্যবসায়ী ইউছুফ বেপারী, ধনিয়া এলাকার বশির মাঝি ও দৌলতখানের ইলিশের সর্ব বৃহৎ আড়তদার মোঃ আব্দুল হাই।
বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক ড. আনিসুর রহমান জানান, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম হিসেবে ওই সময় সব নদীতে মাছ ধরা বন্ধ ছিল। স্বাভাবিক ভাবেই ২৫ অক্টোবরের পর নদী এলাকায় ইলিশ খুব একটা থাকে না। শীতের প্রভাবও পড়তে শুরু করছে। নদীর পানিতে তাপমাত্রা কমে আসছে। ফলে ডিম ছাড়ার পর ইলিশ সাগরে ফিরে যাচ্ছে। একই কথা উল্লেখ করে ভোলার জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম জানান, ডিম ছাড়ার পর মা ইলিশ এ এলাকায় থাকে না। ভাটার ¯্রােতে ওই ইলিশ সাগরে ফিরে যায়। দৌলতখান উপজেলার চৌকিঘাটের মাছ ব্যবসায়ী আব্দুল হাই জানান, নদীতে ইলিশ আছে কিনা বা বিচরণ রয়েছে কিনা এটি তারা সহজে বুঝতে পারেন। নদীর পানি নাকের কাছে আনলেই তারা উপলব্ধি করতে পারেন। তিনি বলেন, তার ঘাটে ১০০ জেলে ট্রলারে সহ¯্রাধিক জেলে মাছ ধরার কাজে রয়েছে। নদীতে মাছ ধরা না পাড়ায় জেলেরা এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। আব্দুল হাই জানান বর্তমানে ছোট ইলিশের পেটে ডিম রয়েছে। যা জেলেদের জালে ধরা পড়ছে। তিনি ২৫ অক্টোবর পর্যন্ত না রেখে ২৮ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা সময় রাখা প্রয়োজন ছিল। অপর দিকে ৪ তারিখ না রেখে ১০ তারিখ থেকে শুরুর সময় নির্ধারন করলে যথাযথ হতো। এতে যেমনি ব্যবসায়ীরা লাভবান হতো। তেমনি জেলেরাও কিছু টাকা হাতে পেত।  ইলিশার ইউছুফ বেপারী জানান, তাদের ঘাটের ৫শ নৌকা বা ট্রলার রয়েছে। এর মধ্যে বর্তমানে নদীতে রয়েছে মাত্র ১০০ জেলে নৌকা। নৌকা প্রতি পাওয়া যাচ্ছে ৪ / ৫ হালি ইলিশ। এতে ৬ / ৭ জনের নৌকায় নিজেদের খাওয়ার টাকা জোটে না। ২৫ তারিখ বিকালে যারা জাল ফেলে ছিল , ওই সময় এক এক নৌকা ৫ থেকে ৭ হাজার টাকার ইলিশ পেয়ে ছিল। বুধবার এক এক নৌকা মাত্র ৫শ থেকে ৭শ টাকার মাছ পেয়েছে। এতে জ্বালানী খরচ মেটানো সম্ভব হচ্ছে না বলে জানান বশির মাঝিসহ অনেকে।
অপরদিকে ডিম ছাড়ার পর মা ইলিশ ধরা হলে , ওই মাছের কোন স্বাদ থাকে না। ফলে বাজারে ওই মাছের চাহিদাও নেই। ফলে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেলেও নদীতে চলছে আকাল । ফলে এর প্রভাব পড়েছে জেলে পরিবারে। চরম অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে জেলেরা । এমনটা জানান মৎস্যজীবী সমিতির নেতারা।





ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলে আটক

ভোলা-২ আসনে সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে সতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ -৭

ভোলা-২ আসনে সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে সতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ -৭

ভোলায় বেড়েছে শীতের প্রকোপ মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত

ভোলায় বেড়েছে শীতের প্রকোপ মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত

ভোলায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব

ভোলায় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব

মনপুরায় পুলিশের অভিযানে আটক-১

মনপুরায় পুলিশের অভিযানে আটক-১

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

ভোলাসহ ১৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত

ভোলাসহ ১৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, শাস্তি বাড়ল কয়েকগুণ

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, শাস্তি বাড়ল কয়েকগুণ

আরও...