লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জুলাই ২০২১ রাত ১০:১০
৬১৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরের কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় আছে। এসব সড়ক দিয়ে এখন মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। কাঁচা বাজারে দুর্দশার কারণে ক্রেতারা সবচেয়ে বড় ভোগান্তিতে রয়েছে। আষাঢ়ের অব্যাহত বৃষ্টিপাতে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
লালমোহন পৌরসভার ব্যস্ততম লঞ্চঘাট সড়ক, বর্ণালী সড়ক, ৮নং ওয়ার্ডের মোবারক আলী হাওলাদার বাড়ি সড়ক, হা-মীম একাডেমির পশ্চিম পাশের সড়কগুলোর অবস্থা সবচেয়ে নাজুক। এসড়কগুলো দিয়ে যানবাহন তো দূরের কথা মানুষও চলাচল করতে অস্বস্তিতে পরেন।
এদিকে লালমোহন উত্তর বাজারে মাছ বাজার ও কাঁচা বাজারে যাওয়ার রাস্তাটি নিয়েও প্রতিনিয়ত ভোগান্তিতে রয়েছে পৌরসভার নাগরিকরা। একমাত্র বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় ওই রাস্তায় প্রতিনিয়ত কাঁচা মালের ট্রাক ট্রলির যনজট লেগেই থাকে। তার উপর বাজারে যাওয়া মানুষজনের ছোট খাট যানবাহনের চাপ। রাস্তার বেহাল দশার কারণে কাঁচা বাজারে প্রবেশ করা যায়না। কাঁদা পানিতে একাকার হয়ে থাকে সেখানে। এ দুর্ভোগের কারণে মানুষ এখন কাঁচা বাজার বিমুখ হয়ে পড়েছে।
ব্যবসায়ী মামুন জানান, কাঁচা বাজারে ৩২টি দোকান ছিল। এখন মাত্র ৮টি দোকান আছে। ক্রেতারা এখন এখানে আসতে চায়না। যার কারণে অনেক ব্যবসায়ী লোকসান দিয়ে চলে গেছে। কেউ কেউ এলোমেলোভাবে পথে পথে দোকান করছে। ক্রেতারা ওই সব দোকান থেকে পণ্য কেনার কারণে মূল বাজারে ক্রেতা কমে গেছে। তাদের দৈনিক ৫০ টাকা টোল দিতে হচ্ছে ইজারাদারদের। হাটবারে দিতে হয় ৭০ টাকা। কিন্তু ক্রেতা না যাওয়ায় তারা চরম লোকসানে আছে বলে জানান। মাছ বাজার ও কাঁচা বাজারে যাওয়ার রাস্তাটির কিছু অংশ আরসিসি ঢালাই করা হলেও অনেকখানি এখনো করা হয়নি। এখানে রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে বৃষ্টির পানিতে একাকার হয়ে যাচ্ছে। মাংশ বাজারের সামনেই ড্রেনের উপর নেই ¯øাব। ¯øাব খোলা অবস্থায় থাকায় ঘটছে দুর্ঘটনা।
এ বিষয়ে পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, কাঁচা বাজার যত্রতত্র বসা বন্ধ করতে একাধিকবার উদ্যোগ নিয়েছি। এরপরও প্রভাব খাটিয়ে তারা বসছে। বালু ও পাথর বোঝাই অতিরিক্ত ট্রাক ট্রলি চলাচলের কারণে দুই তিনটি সড়ক দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। এসব সড়ক পূণঃ মেরামতের জন্য কোষ্টাল টাউন প্রকল্পের মাধ্যমে আমরা প্রস্তাব পেশ করেছি। ইতোমধ্যে ডিজাইন হয়ে গেছে। সেপ্টেম্বর অক্টোবর মাসে টেন্ডারের মাধ্যমে রাস্তাগুলো সংস্কার করা হবে।
তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক