অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৩রা মে ২০২৪ | ২০শে বৈশাখ ১৪৩১


চরফ্যাশনে বিধি নিষেধ অমান্য করায় পৃথক অভিযানে জরিমানা ও কারাদন্ড


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ২রা জুলাই ২০২১ রাত ০৮:০৫

remove_red_eye

৩০০

চরফ্যাশন প্রতিনিধি:: লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনারের (এসিল্যান্ড) অভিযানে১১জনকে জরিমানা ও একজনকে ৩দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
 
সারাদেশের ন্যায় চরফ্যাশনে ৭দিনের লকডাউনে উপজেলা প্রশাসন কর্তৃক পৌর শহরসহ ২১টি ইউনিয়নে পুলিশের টহল ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। শুক্রবার (২জুলাই) সকাল থেকে বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠানসহ জরুরি পরিসেবার বাইরে মালামাল লোড আনলোডে পিকাপ,ট্রাকসহ সেলুন ও মাস্ক বিহীন বিনা প্রয়োজনে চলাচল করায় এসব ব্যাক্তিকে জরিমানা ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
 
উপজেলা সহকারি কমিশনার ভূমি রিপন বিশ্বাস জানান, লকডাউন চলাকালীন সময়ে বিধি নিষেধ অমান্য করে সেলুন খোলা রাখায় পৌর ১নং ওয়ার্ডের বাসিন্দা সুমন চন্দ্র রায় নামের একজনকে ৩দিনের কারাদন্ড ও ১১ ব্যাক্তিকে মোট ৭টি মামলায় ১৭হাজার ৬শ টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।