অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪ | ১৯শে বৈশাখ ১৪৩১


লালমোহন হাসপাতালে ৫ বছর ধরে খোলা হয়নি অপারেশন থিয়েটারের দরজা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জুন ২০২১ রাত ১০:৪৯

remove_red_eye

৫১০



রোগীদের ভোগান্তি ,নষ্ট হয়ে গেছে  এক্স-রে মেশিন



মোঃ জসিম জনি, লালমোহন : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব যন্ত্রপাতি থাকলেও টেকনেশিয়ান আর বিশেষজ্ঞের অভাবে সব কিছুই বন্ধ রয়েছে। অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্যাথলজি সবখানেই এখন ময়লার স্তুপ। নষ্ট হয়ে গেছে এক্স-রে মেশিন। আল্ট্রাসনোগ্রাম, ইসিজি মেশিন থাকলেও কিছুই হয়না এখানে। সামান্য রক্তের পরীক্ষার জন্য রোগীদের ভরসা বাইরের ডায়াগনস্টিক সেন্টার। সমস্যা যান্ত্রিক, টেকনিশিয়ানের। বিপর্যয় মানবিক। রোগীরা হাসপাতালে আসলেই শুরু হয় নাগরিক ভোগান্তি দিয়ে। নিয়মিত কয়েকটি ঔষধ পাওয়া গেলেও আর কোন চিকিৎসা সেবাই নেই লালমোহন উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সে।  
অসুখ বলে-কয়ে আসে না। হঠাৎ যদি কারো হৃদরোগ দেখা দেয় তাকে নিয়ে স্বজনদের দৌড়াতে হয় জেলা হাসপাতালে। তাও দেড় ঘন্টা সময় লাগে। তৎক্ষণাত বহু হৃদরোগীর মৃত্যু ঘটে। এছাড়া হাড় ভাঙ্গা থেকে শুরু করে গাইনি সমস্যার জন্যও রোগীদের ছুটতে হয় জেলা হাসপাতালে।  
সরেজমিনে জানা গেছে, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট। ২০১২ সালের ৯ মে এখানে ৫০ শয্যার এই হাসপাতাল ও অপারেশন থিয়েটার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। কিন্তু অপারেশন থিয়েটার উদ্বোধন হলেও এনেসথেসিয়া ও গাইনি ডাক্তার না দেওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল। অন্য উপজেলা থেকে ডেপুটেশনে ডাক্তার এনে কিছুদিন অপারেশন চালু রাখা হয়। উদ্বোধনের পর থেকে ২০৮ টি অপারেশন করা হয়েছে বলে জানান নার্সিং সুপারভাইজার দীপালি দে। তারা চলে গেলে এর পর গত ৫ বছর ধরে আর অপারেশন থিয়েটারের দরজা খোলা হয়নি। বর্তমানে অপারেশন থিয়েটারের ভেতরেও ময়লা জমে গেছে। মেঝেতে জমেছে বৃষ্টির পানি।  
হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান রিয়াজ নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দীর্ঘ ৫ বছর বিভাগীয় গ্রাজুয়েশন কোর্স পড়তে ছুটি নিয়ে চলে যান। এ ৫ বছর প্যাথলজির দরজাও বন্ধ ছিল। করোনা ভাইরের কারণে কিছুদিন আগে তাকে পূণরায় আনা হয়েছে। কিন্তু প্যাথলজিতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় মেডিসিন না থাকায় সেখানে কোন কাজই হচ্ছে না। মেডিসিনের গত বছরের বরাদ্দের হদিস নেই। এ বছরের জন্য বরাদ্দ হলেও এখনো আসেনি। তাই প্যাথলজিতে কোন পরীক্ষা নিরীক্ষা চলে না। প্যাথলজির ভিতরে ডুকলে মনে হয় যেন কোন ডাস্টবিন। সরঞ্জামগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছ। টেবিল চেয়ারে ময়লার স্তুপ। বাক্সবন্ধি হয়ে আছে ৩০০ এমএম এক্স-রে মেশিন।     
বিভিন্ন রোগীর লোকজন জানায়, হাসপাতালে পরীক্ষার নিরীক্ষার সুযোগ না থাকার ফলে রোগীদের বাইরে যেতে হয়। আর এসব সুযোগ নিয়ে হাসপাতাল চত্ত¡রেই দালালদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর খপ্পরে পড়ছে রোগীর লোকজন। রোগীর স্বজন ইউসুফ আহমেদ জনান, লালমোহন হাসপাতালে কোন পরীক্ষাই করা হচ্ছে না। যার কারণে আমাদের বাইরেরর ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। সরকারিভাবে পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা থাকলেও সাধারণ রোগীরা ঔষধ পাচ্ছে না। বেশিরভাগ দামী ঔষধ বাইরের ফার্মেসী থেকে কিনতে হয়।
প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান রিয়াজ বলেন, প্রায় সব ধরনের টেস্ট করতে হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে। তবে প্যাথলজিতে মেডিসিন নেই। যার কারণে কোন টেস্ট করা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, হাসপাতালের সমস্যার সমাধান এবং জনবল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র দেওয়া হয়েছে। প্যাথলজির জন্য এ অর্থবছরে ২ লাখ ১২ হাজার ২৮ টাকার মেডিসিন বরাদ্দ হয়েছে। কিছুদিনের মধ্যে তা চলে আসবে।  





তজুমদ্দিনে ৩য় ধাপে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

তজুমদ্দিনে ৩য় ধাপে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

উপজেলা নির্বাচনে জনগণ যাতে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারে : প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনে জনগণ যাতে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারে : প্রধানমন্ত্রী

মনপুরায় বাস্তবায়ন হচ্ছে বঙ্গবন্ধু চিন্তা নিবাস, পরিদর্শনে সচিবের নেতৃত্বে টিম

মনপুরায় বাস্তবায়ন হচ্ছে বঙ্গবন্ধু চিন্তা নিবাস, পরিদর্শনে সচিবের নেতৃত্বে টিম

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

আগামী ৬ ও ৭ মে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে

আগামী ৬ ও ৭ মে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে

শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন

শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন

ভোলায় দৃর্বৃত্তের আগুণে পান চাষীর সর্বনাশ,৫ লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা

ভোলায় দৃর্বৃত্তের আগুণে পান চাষীর সর্বনাশ,৫ লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা

ভোলায়  আন্তর্জাতিক মে দিবস পালিত

ভোলায় আন্তর্জাতিক মে দিবস পালিত

মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল

মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী

আরও...