অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা চরফ্যাশনে অর্ধলাখ জেলে পরিবার দিশেহারা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২১ রাত ১১:০৬

remove_red_eye

৪৪৪

চরফ্যাশন সংবাদদাতা : নদীতে দুই মাসের মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞার ধকল না কাটতেই সাগরের ৬৫ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে ভোলার চরফ্যাশনের প্রায় অর্ধলক্ষাধিক জেলে।  অভাবগ্রস্ত এ সব জেলে পরিবার দিশাহারা হয়ে পড়েছেন।  এসব জেলে পরিবারগুলো সরকারিভাবে প্রাপ্য খাদ্য সহায়তা থেকেও ঠকেছেন।

উপজেলা মৎস্য অফিস জানায়, উপজেলায় ৬৯ হাজার ২৫০ জন নিবন্ধিত জেলে রয়েছেন। কার্ডধারী জেলে প্রায় ২১ হাজার। এসব জেলের মধ্যে জাটকা আহরণে বিরত থাকা ১৯ হাজার ৩৩ জনকে ফেব্রæয়ারী-মার্চ দুই মাসে ৮০ কেজি হারে ১ হাজার ৫ শত ২২ দশমিক ৬৪ মেট্টিক টন চাল বরাদ্দ দেন। দ্বিতীয় ধাপে ২০ হাজার ১৬১ জনকে এপ্রিল - মে মাসের ১ হাজার ৬শত ১২ দশমিক ৮৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেন। সাগরে মাছ ধরা থেকে বিরত থাকায় ১৭ হাজার ৫৬১ কার্ডধারী জেলের জন্য ৫৬ কেজি হারে চাল বরাদ্ধ পেয়েছেন। জাটকা আহরণের বিরত থাকা জেলেদের চার মাসের চালের ডিউ দেয়া হয়েছে। সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের বরাদ্দের ডিউ দুই এক দিনের মধ্যে দেয়া হবে।
জেলেদের অভিযোগ কার্ডধারী অনেক জেলে ভুয়া। অন্য পেশার লোক। আর প্রকৃত অনেক জেলে কার্ড থেকে বাদ পড়েছেন। বরাদ্দ প্রাপ্ত চালের অর্ধেকও জেলেরা পান না। জেলেদের অভিযোগ প্রত্যেক ধাপে দুই মাসের ৮০ কেজি হারে বরাদ্দ এলেও ৩৫ কেজি হারে চাল দেন জেলেদের। বাকী চাল চেয়ারম্যানরা লোপাট করেন।
শনিবার (২৯ মে) জাহানপুর রসুল ইউনিয়ন পরিষদ জেলেদের মাঝে জাটকা আহরণের চাল বিতরণ করেন। দ্বিতীয় কিস্তিতে দুই মাসে ৮০ কেজির স্থলের এক মাসের ৩০ কেজি করে চাল পেয়েছেন বলে অভিযোগ জেলেদের। এ ছাড়া ইমন নামের চেয়ারম্যানের এক আত্মীয় ৪বস্তা চাল নেয়ার পথে স্থানীয়রা আটক করে পরে ছেড়ে দেন। অভিযোগ প্রসংগে জাহানপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ ইউনুস বলেন, দ্বিতীয় কিস্তির চালের দুই মাসের এক মাসের চাল ৩৬ কেজি করে বিতরণ করা হয়েছে। আগামী সপ্তাহে আরেক মাসের চাল বিতরণ করা হবে। চাল আনতে খরচ হওয়ায় চাল কম দেয়া হয়েছে।
গত শনিবার রসুল ইউপির চাল প্রাপ্ত কার্ডধারী জেলে আবুল কাশেম ৩৩ কেজি, সোহাগ ৩০ কেজি, আবুল কালাম, মোসলেমসহ অনেক জেলে ৩৫ কেজি করে এক কিস্তির চাল পেয়েছেন, তারা আর কখনো চাল পাননি বলে অভিযোগ করেন। জেলেদের চাল কম দেয়ার এমন অভিযোগ প্রায় প্রত্যেক ইউনিয়নেই রয়েছে।

এ বিষয়ে রসুলপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত মুঠোফোনে বলেন, দুই মাস (এপ্রিল- মে)’র  চালের এক মাসের চাল এদিন দেয়া হয়েছে। আরেক মাসের চাল আগের সপ্তাহে দেয়া হয়েছে। তাই ৪০ কেজি হারে চাল দেয়া হয়েছে। চাল কম দেয়ার অভিযোগ সত্য না। তিনি জানান, রসুলপুর ইউনিয়নে ৩ হাজারের বেশী জেলে রয়েছেন প্রথম দ্বাপে ৩৮৩ কার্ডের দুই মাসের, দ্বিতীয় দাপে ৮২৮ নামের দুই মাসের মাসে কার্ড প্রতি ৪০ কেজি হারে চাল বরাদ্দ পেয়েছেন। চার মাসে মোট ২৪০০ জেলের বরাদ্দ পেয়েছি। জন প্রতি একবার চাল দিললেও ৬/৭ শ জেলে চাল বাকী থাকে। তাদেরকে সাগরে মাছ ধরা বন্ধের বরাদ্দ থেকে চাল দেয়া হবে।

ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও জিন্নগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মোঃ হোসেন মিয়া বলেন- প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী প্রত্যেক ইউনিয়নে চাল বিতরণ হয়েছে। চাল কম দেয়ার অভিযোগ সত্য না।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, জাটকা বরাদ্দের ৪ টি উিউ দেয়া হয়েছে। সাগরের মাছ ধরা বন্ধের প্রাপ্ত বরাদ্দের উিউ দুই একদিনের মধ্যে দেয়া হবে। ররাদ্ধের চেয়ে জেলে বেশী হওয়ায় বঞ্চিত জেলেরা চাল কম দেয়া বা না পাওয়ার অভিযোগ করেন।





তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

আরও...