বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:২১
১০৫৫
জুয়েল সাহা বিকাশ : কোন প্রকার রোগ ও পোকার আক্রমন না থাকায় এ বছর ভোলা জেলায় আখের ব্যাপক ফলন হয়েছে। বিগত কয়েক বছরের চেয়ে এ বছর আখের ফলন অনেক বেশি হওয়ায় ক্ষেতের ফলন দেখে আনন্দে মূখে হাসি ফুটে উঠেছে আখ চাষীদের। অধিক ফলন হওয়ায় অনেক চাষী আখ বিক্রি করে অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রুপ নেয়নি। আখের পাইকারি বাজারে সিন্ডিকেটের কারনে দর কম হওয়ায় চরম বিপাকে রয়েছে কৃষকরা।
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকার আখ চাষী আব্দুল জলিল জানান, এবছর আমি ২ এককর জমিতে আখের চাষ করেছেন। এতে তার প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। ক্ষেতে কোন পোকা-মাকরের আক্রমন না হওয়ায় ব্যাপক ফলন হয়েছে।
এদিকে আখের ব্যাপক ফলন হলেও ন্যয্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষীরা। আখ চাষীদের অভিযোগ মধ্যসত্তা ভূগী ও সিন্ডিকেটের কারনে পাইকারী বাজারে আখের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। যার কারনে অনেক কম মূল্যে আখ বিক্রি করছেন তারা।
ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের আখ চাষী মোঃ ফিরোজ মিয়া জানান, আমরা বাজারে আখের সঠিক দাম পাইনা। কারণ ভোলা সদরে ৩/৪ জন পাইকার থাকলেও একটি মাত্র আড়ৎ রয়েছে। যার কারণে আড়ৎ থেকে যে দাম নির্ধারণ করা করা হয়। সেই দামে আামদের বিক্রি করতে হয়। তাই আমরা বাধ্য হয়ে অনেক কম দামে আখ বিক্রি করতে হয়।
অন্যদিকে চাষীরা পাইকারী বাজারে আখের ন্যায্য মূল্য না পেলেও খুচরা বাজারে চড়া দামে আখ বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
ভোলা শহরের নতুন বাজার এলাকায় খুচরা আখ ক্রেতা মোঃ আরিফ হোসেন জানান, খুচরা বাজারে আখের চড়া দাম। প্রতিটি আখ ৬০/৮০ দামে বিক্রি করা হচ্ছে। অথচ পাশের আড়ৎদে আখের দাম অনেক কম।
ওই এলাকার খুচরা আখ বিক্রেতা জাহাঙ্গির হোসেন জানান আড়ৎ থেকে আমরা প্রতি শ’ আখ ৪/৫ হাজার টাকা দামে গড়ে কিনতে হয়। অথচ আড়ৎদাররা ক্ষেত্রের চাষীদের কাছ থেকে ওই প্রতি শ’ আখ ৫০০/১০০০ হাজার দামে ক্রয় করে। আর আমাদের কাছে তারা অধিক দামে বিক্রি করে। তাই আমরা লাভের জন্য বেশি দামে বিক্রি করতে হয়।
ভোলা শহরের নতুন বাজার এলাকার আখের আড়ৎদার মোঃ ইয়ামিন মিয়া জানান, এ বছর ভোলা জেলায় আখের ব্যাপক ফলন হয়েছে। ভোলার বাজারে প্রচুর আখ উঠছে। চাহিদার চেয়ে অনেক আখ উঠায় বাজার মূল্য একটু কম। কারণ ক্রেতার সংখ্যা কম। তবে বাজারে কোন সিন্ডিকেট নেই। বাজার দাম কম পাওয়ায় কৃষক সিন্ডিকেটের কথা বলে।
জেলা কৃষি বিভাগ তথ্য মতে এ বছর ভোলা জেলায় ৮২৪ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। যা লক্ষ মাত্রার চেয়ে ৬৪ হেক্টর বেশি চাষ হয়েছে। এবং উৎপাদনের লক্ষ মাত্রা ছিলো ৩৫ হাজার ৭২০ মেক্ট্রিটন।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ জানান, কৃষি বিভাগের সঠিক তদারুকি থাকায় এ বছর ভোলা জেলায় আখের বাম্পার সফল হয়েছে। তবে কৃষকরা আখের সঠিক মূল্য পাচ্ছেননা। আমরা কৃষকদের তাদের আখের সঠিক মূল্য পাওয়ার জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের নিজ উদ্যেগে আখ বিক্রি পরামর্শ দিয়ে।
বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা
ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণারা, চলছে বিজয় প্যারেড
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার আরো এক মামলা হাইকোর্টে বাতিল
নতুন ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন
তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি বিএনপির
ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপন
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত