বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২১ রাত ১১:১৬
৬৩৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক \ দ্বীপ জেলা ভোলার হাসপতাল গুলোতে আশংকা জনক হাড়ে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এর সাথে যুক্ত হয়েছে স্যালাইন ও আইভি স্যালাইন সংকট। এতে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। অনেক অসহায় পরিবার রয়েছে যাদের হাসপাতালে দেখার কেউ নেই। এমন অবস্থায় ভোলা সদর হাসপাতালে ডায়রিয়া রোগীদের পাশে এসে দাঁড়িয়েছেন ভোলা জেলা ছাত্রলীগ এর নেতা কর্মীরা। শুক্রবার ( ৩০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার টিমগুলোর নেতৃত্বে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ সদস্যর একটি টিম ভোলা সদর হাসপাতালে রোগীদের মাঝে খাবার স্যালাইন ও জীবন রক্ষাকারী মাস্ক বিতরণ করেন। এসময় তারা রোগীদের জন্য ফ্রি সেবা প্রদান করে থাকেন।
এসময় সদর হাসপাতালে ভর্তি হওয়া ডায়রিয়া আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন ও রোগীদের বিভিন্ন ডাক্তারী পরামর্শ দেন। এসময় রোগীরা বিপদের দিনে ছাত্রলীগের সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এর প্রতিনিধি দলের কাছে হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য কলেরাস্যালাইন(১লিটার)-৪০০ব্যাগ,খাবার স্যালাইন(ওআরএস)- ১২০০প্যাকেট ও মাস্ক হস্তান্তর করেন।
এর আগে ছাত্র লীগের প্রতিনিধি দলটি ভেলুমিয়া চন্দ্র প্রসাদ কমিউনিটি ক্লিনিকে ডায়রিয়া হলে হোমমেড স্যালাইন,খাবার স্যালাইন প্রস্তুতি ও ব্যবহার বিধি সম্পর্কে গ্রামীণ জনপদকে অবহিত করার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের মাঝে খাবার স্যালাইনের প্যাকেট বিতরণ করেন।
এই কর্মসূচীতে ছাত্রলীগের কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষে অংশ নেন বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর ডা.কাজী রেদওয়ান আহমেদ রিজভী,ডা.তন্ময় চক্রবর্তী,ডা.কামাল হোসেন ,ডা.সাগর হোসেন ,রাশেদ মাহমুদ শাকিল-৫ম বর্ষ,রাকিন আহমেদ খান-৫ম বর্ষ ,আশিকল আলম শুভ-৫ম বর্ষ,সৌরভ দাশ-৪র্থ বর্ষ,তাহসিন আলম সায়েম-৪র্থ বর্ষ,ইসতিয়াক মুয়ীদ-৪ বর্ষ,নাজমুল-৪র্থ বর্ষ প্রমুখ। সার্বিক সহোযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সভাপতি-রাইহান আহমেদও সাধারণ সম্পাদক - হাসিব মাহমুদ হিমেল। ভোলা জেলা শাখার সভাপতি-রাইহান আহমেদ বলেন,দেশের প্রতিটি দুযোর্গের সময় যেকোনো মানবিক সঙ্কটে আমরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।করোনাকালীন সময়ে শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছি।প্রতিটি মানবিক প্রয়োজনে সবার আগে বাংলাদেশ ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় ডায়রিয়া রোগীদের সংকট নিরসনে স্যালাইন বিতরন করে রোগীদের পাশে থাকার চেষ্টা করছি।
ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল বলেন, করোনার পাশাপাশি ভোলায় বিভিন্ন উপজেলায় ডায়রিয়া/কলেরা মহামারী আকার ধারন করায় আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সহযোগীতা চাই। তাদের সহযোগীতায় ভোলা সদর হাসপাতালে ডায়রীয়া রোগীদের জন্য স্যালাইন,মাস্ক ও ম্যাডিকেল ক্যাম্প এর আয়োজন করি। যাতে হাসপাতালে ভর্তি রোগীরা কিছুটা সেবা পায়। এর মাধ্যমে রোগীরা ভালো হবে আশা করছি। আর মানবিকতা ছড়িয়ে পড়–ক সবার মাঝে। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা অসহায় মানুষের পাশে আছি ভবিষ্যৎ থাকবো।
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক