অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


কানাডায় সড়ক দূর্ঘটনায় মনপুরার বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সড়ক দূর্ঘটনায় নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৫২৮


মনপুরা প্রতিনিধি || ভোলার মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৩ বারের সাবেক চেয়ারম্যান ও মনপুরা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সালেহ উদ্দিন চৌধূরী কানাডার মন্ট্রিলে সড়ক দূর্ঘটনায় হাসপাতালে মৃত্যু বরণ করেন।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় কানাডার মন্ট্রিলে রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনার শিকার হন। পরে তাকে দ্রæত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
কানাডা প্রবাসী তার ছোট ছেলের বরাত দিয়ে বড় ছেলে জোবায়ের হোসেন রাজিব চৌধুরী এই ঘটনা নিশ্চিত করেন।
কানাডার স্থানীয় সময় সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় তিনি সড়ক দূর্ঘটনার শিকার হন। তার মৃত্যুতে আ’লীগ, বিএনপি সহ সর্বস্তরের মানুষ শোকসন্তপ্ত পরিবোরের প্রতি সমবেদনা জানিয়েছে।