অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বিজ্ঞান ও প্রজুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দ্যোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৬৬৯

হাসনাইন আহমেদ মুন্না || ভোলায় বিজ্ঞান ও প্রজুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যেগ নিয়েছেন প্রত্যেক জেলায় একটি করে বিশ^বিদ্যালয় করা হবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্থানীয়দের মতামত নিয়ে তা পাঠানোর জন্য বলা হয়েছে। পরবর্তিতে এ ব্যাপারে চুরান্ত ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক পর্যায়ে বিশ^বিদ্যালয়ের জন্য শহরতলীর বাপ্তা এলাকার ১৮ একর জমি নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক আজ বুধবার সকালে বিশ^বিদ্যালয় স্থাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা জানান।
তিনি আরো বলেন, অনেক শিক্ষার্থীদের পক্ষে দূরে গিয়ে উচ্চ শিক্ষা গ্রগণ করার সুজোগ হয়না। সেক্ষেত্রে অনেক মেধার অপচয় হয়। আর কারিগরি শিক্ষার প্রসার না পেলে বেকারত্ব বৃদ্ধি পায়। তাই বিশ^বিদ্যালয় স্থাপনের মাধ্যমে উচ্চ শিক্ষার সুজোগ পেলে আমাদের শিক্ষার্থীদের মেধার অপচয় রোধ হবে এবং এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন সাধিত হবে।
সভায় আরো বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো: মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আতাহার মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সেলিম রেজা, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মামুন আল ফারুক, বিশিষ্ট শিক্ষাবিদ রুহুল আমিন জাহাঙ্গির, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাবেক সভাপতি এম এ তাহের, স্থানীয় পত্রিকা আজকের ভোলা’র সম্পাদক শওকত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হক প্রমূখ।