অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় ইলিশ সম্পদ সংরক্ষনে অবহিত করণ সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:০৪

remove_red_eye

৫৫৪

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘‘জেলে সম্প্রদায়কে সঞ্চয় ও বিকল্প আয়ের কাজে সম্পক্তকরণ’’ এর ¯েøাগানকে সামনে রেখে ইলিশ সম্পদ সংরক্ষনে সহ-ব্যবস্থাপনা কার্যক্রম অবহিত করণ ও জেলা পর্যায়ে কমিটি গঠন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক। এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সেলিম রেজা, ডিডিএলজি মাহমুদুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, রাজাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, প্রবীন সাংবাদিক এম.এ তাহের, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্লাহসহ প্রমূখ। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। সভায় কোষ্ট ট্রাস্ট এর ইকোফিশ প্রকল্পের সমন্বয়কারী জহিরুল ইসলাম উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আগামী ৯ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ সংরক্ষন জন্য অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানে যাহাতে কোন জেলে নদীতে মাছ ধরতে না যায় সেজন্য তিনি উদাত্ত আহŸান জানান। তিনি উপস্থিত সকলের কাছে অনুরোধ জানিয়ে বলেন এ সময় আপনারা কেউ ইলিশ মাছ কিনবেন না, যদি আমরা জানতে পারি তাহলে বাড়ী বাড়ী গিয়ে হলেও আমরা অভিযান পরিচালনা করবো। তিনি বলেন আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এই ২২ দিন যাহাতে তালিকাভুক্ত জেলেরা সরকার নির্ধারিত চাল পান সেটি আগে ভাগে দিয়ে দেওয়ার জন্য সকল চেয়ারম্যানদেরকে নিয়ে বৈঠক সম্পন্ন করেছি এবং বরফ মিলের লাইন বিচ্ছিন্ন করা হবে। সুতরাং আপনারা সকলে যদি সহযোগীতা করেন তাহলে আমরা বড় বড় ইলিশ খেতে পারবো, আর জেলেরা বড় ইলিশ ধরে বাজারে বিক্রি করে স্বাবলম্বি হতে পারবে। তাই সকলকে স্ব স্ব স্থান থেকে ইলিশ সংরক্ষনের জন্য সহযোগীতা প্রদান করবেন। তিনি আরো বলেন কোন জেলে যদি অবৈধ্য ভাবে মাছ ধরতে যায় তাহলে তাহাকে নূন্যতম ১ বছর জেল সহ যারা কিনবেন তাদেরকেও একই ধরনের সাজা প্রদান করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে বলে দিয়েছি। তাই সভায় জেলেদেরকে সচেতন সহ নিজেরাও সচেতন থাকবো। এনহ্যান্সড কোষ্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ) প্রকল্প কোষ্ট ট্রাস্ট ভোলা এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ইউনিয়নের সহ-ব্যবস্থাপনা নাগরিক কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।