অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২১ রাত ১০:৪৫
৭৯৫
মানা হচ্ছেনা স্বাস্থবিধি ৩ ট্রলারসহ ৫ জন আটক
অচিন্ত্য মজুমদার \ করানো ভাইরাস সংক্রমন প্রতিরোধে দেশব্যাপী লকডাউন ঘাষোণা করা হলেও লকডাউন অমান্য করে ভোলা-ল²ীপুর রুটে যাত্রীবাহী ট্রলার চলাচল করছে। সোমবার সকালে ল²ীপুর মজুচৌধুরীর ঘাট থেকে বিভিন্ন জেলার শত শত মানুষ গাদাগাদি করে ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ভোলার ইলিশা ঘাট এলাকায় পৌছেছে। শুধু ট্রলারই নয় সরকারি নৌ-যান সি-ট্রাক ল²ীপুর মৌজুচৌধুরী ঘাট থেকে যাত্রী নিয়ে সকাল সাড়ে ৬টায় ভোলা ইলিশা ঘাটে স্বাস্থবিধি না মেনে শত শত যাত্রী আসে। আবার ইলিশা থেকে বাস, সিএনজি ও অটোরিক্সায় গাদাগাদি করে ওইসব যাত্রীরা বিভিন্ন গন্তব্য যেতে দেখা যায়। এতে করে করোনা সংক্রামন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে । এদিকে প্রশাসনের পক্ষ থেকে নৌ-পুলিশ সকালে অভিযান চালিয়ে তিন ট্রলার জব্দ করেছে। এসময় জব্দ করা ট্রলারের ৩ চালকসহ ৫ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন ভোলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল। আটককৃতরা হলেন, মোঃ রিয়াজুল ইসলাম (১৯), মো: মজনু (২৬), মো: রিয়াজ (২০), সেলিম (৪০), মো: বিল্লাল (৩৫) । তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তারা সবাই ল²ীপুর জেলার মজুচৌধুরী ঘাট এলাকার বাসিন্দা। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫শত টাকা করে মোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ট্রলার শর্তসাপেক্ষে ট্রলার মালিকদের জিম্মায় লকডাউনের সময়ে চলাচল করা হবে না মর্মে ছেড়ে দেয়া হয়।
এদিকে লক ডাউনের কারণে ভালো শহরে সকল মার্কেট ও বিপনি বিতাণ বন্ধ থাকলেও কিছু কিছু অসাদু ব্যবসায়িরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেচা-কেনা করে। এছাড়া জরুরি প্রয়াজেনে রিক্সায় একজন পরিবহনের কথা থাকলেও একাধিক যাত্রী পরিবহন করতে দেখা গেছে। পাশাপাশি অকারনে রাস্তার দুই পাশে উৎসুক কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার অনেকে মাস্ক ছাড়াই রাস্তায় চলাফেরা করছে। এতে করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ, গত রবিবার বিকেলে দেশব্যাপী সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন কার্যকর করার লক্ষ্যে ভোলায জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় লকডাউন বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সকল প্রকার গণপরিবহন বন্ধ। তবে জরুরী প্রয়োজনে তিন চাকার রিকশায় একজন যাত্রী চলাচল করতে পারবে। মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কাউকে বহন করা যাবে না। এছাড়া লকডাউন চলাকালীন সব ধরনের যাত্রীবাহী লঞ্চ, ¯িপডবোট ট্রলার চলাচল বন্ধ থাকবে। ভোলা-ল²ীপুর ও ভোলা-বরিশাল ফেরি সার্ভিস শুধুমাত্র পণ্যবাহী যানবাহন পারাপার করবে। তবে ইমারজেন্সি রোগীর ক্ষেত্রে জরুরী সেবার আওতায় প্রশাসনের অনুমতি ক্রমে ¯িপ্রড বোর্ড ব্যবহার করা যাবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাদ্যসামগ্রী, কাচাবাজার খোলা রাখা যাবে, খাবার হোটেলে বসে খাওয়া যাবে না, খাদ্য বিক্রি বা অনলাইনে খাদ্য সরবরাহ করা যাবে। সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে, তবে অনলাইনে পাইকারী বা খুচরা লেনদেন চলতে পারবে। একই ভাবে ভোগ্যপণ্য বিনোদন কেন্দ্র, থিয়েটার, সিনেমা হল বন্ধ থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের নির্মাণ কাজ অব্যাহত রাখা যাবে।
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক