অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলায় মাস্ক না পরায় ২১১ জনের ৫০ হাজার ৯০০ টাকা জরিমানা 


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২১ সকাল ০৯:৩১

remove_red_eye

৬০৪

 

 

অচিন্ত্য মজুমদার: ভোলায় মাস্ক ব্যবহার না করায় ২১১ জনকে ৫০ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের এ জরিমানা আদায় করে। 

 

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানাতে আজ বুধবার প্রশাসনের পক্ষ থেকে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ানুল ইসলাম ও মোঃ ইউসুফ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি দল ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার, সদর রোড, চকবাজার, বাংলা স্কুল ও যুগীরঘোল এলাকায় অভিযান চালায়। এসময় মাস্ক ব্যবহার না করায় ৩১ জনকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবি আবদুল্লাহ খান এর নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমান আদালত মাস্ক না পরায় ৩৭ জনকে ৮ হাজার ৩০০ টাকা জরিমানা করে। 

 

এছাড়া দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দৌলতখানের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাস্ক না পরায় ১৫ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করে। 

 

বোরহানউদ্দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের এর নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাস্ক না পরায় ২১ জনকে ৬ হাজার ৯০০ টাকা জরিমানা করে। 

 

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন মাস্ক না পরায় ৩৮ জনকে ৮ হাজার ১০০ টাকা জরিমান করে। 

 

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাস্ক না পরায় ২৩ জনকে ৮ হাজার টাকা জরিমানা করে। 

 

অপরদিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত চরফ্যাশন বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালায়ে মাস্ক ব্যবহার না করায় ৪০ জনের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে। 

 

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাশীম মিঞার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করায় ৭ জনের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করে। 

 

এছাড়া দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রচারণাসহ বিভিন্ন স্থানে যাত্রী, পথচারী, রিকশা চালকসহ সাধারণ মানুষের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। 

 





লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত খালেদা জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত খালেদা জিয়া

স্বামীর সমাধির পাশেই: অন্তিম শয্যায় আপসহীন নেত্রী

স্বামীর সমাধির পাশেই: অন্তিম শয্যায় আপসহীন নেত্রী

আরও...