অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


ভোলা জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২১ রাত ১০:১৬

remove_red_eye

৪৩৯

ডাঃ মোফাজ্জল হোসেন সভাপতি \ ডাঃ মোঃ আজিজুল ইসলাম সম্পাদক
বাংলার কন্ঠ প্রতিবেদক \ ভোলা জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (৫ মার্চ) সকাল ৯টায় ভোলা লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, ভোলা জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির সভাপতি প্রভাষক আলহাজ্ব ডাঃ মোফাজ্জল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি সহযোগী অধ্যাপক ডাঃ তালুকদার একেএম আলমগীর, স্বাধীনতা চিকিৎসক সমিতি ভোলা জেলা শাখার সভাপতি ডাঃ এম এ জলিল, লালমোহন উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির সভাপতি প্রভাষক আলহাজ্ব ডাঃ আঃ জলিল সিকদার, ভোলা সদর উপজেলা হোমিওপ্যাথিক সমিতির সভাপতি প্রভাষক আলহাজ্ব ডাঃ মোঃ রফিকুল ইসলাম, চরফ্যাশন উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ মোঃ ফারুক রানা, তজুমদ্দিন উপজেলা হোমিওপ্যাথিক সমিতির সভাপতি ডাঃ বিরন চন্দ্র নন্দী, বোরহানউদ্দিন উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির সাংগঠনিক সম্পাদক ডাঃ মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ভোলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক প্রভাষক আলহাজ্ব ডাঃ মোফাজ্জল হোসেনকে সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের সেক্রেটারী ডাঃ মোঃ আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও নিউ লাইফ কোম্পানি ভোলা জেলা প্রতিনিধি ডাঃ মোঃ নাছির আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট ভোলা জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতি গঠন করা হয়।