বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:৩৭
৭৮
এম ছিদ্দিকুল্লাহ : পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনের ভোলা পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ভোলা পৌরবাসীর আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের বাংলা স্কুল মাঠে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ভোলা -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের দিল্লী থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে মেয়র মনিরুজ্জামান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দোয়া কামনা করেণ। ভোলা পৌরসভার নির্বাচন শতভাগ স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে তিনি সকলকে নজর রাখার নির্দেশ দেন। এ নির্বাচনকে ঘিরে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় পাশাপাশি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার ব্যাপারে সকলকে সজাগ থাকতে বলেন। তিনি আরো বলেন, ভোলা পৌরসভায় বিগত দিনে মেয়র মনিরের সময় অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনেও নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় মনিরুজ্জামানকে মেয়র হিসেবে নির্বাচিত করে ভোলা পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে সকলের প্রতি আহবান জানান।
এসময় ভোলা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির পৌরবাসীদের উপলক্ষে বলেন, আমি গত দশ বছর ভোলা পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে পৌরবাসীর খেদমত করে আসছি। এই দশ বছরে চলার পথে আমার যেকোনো ভুল হতে পারে কারণ আমিও আপনাদের মতো মানুষ ফেরেস্তা নই। তাই আমার যদি ভুল ত্রæটি থেকে থাকে সেগুলো মার্জনা করে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন।
ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ এর সভাপতিত্বে দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাহালুল মোল্লা, ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, বোরহানউদ্দিন পৌরসভা নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লা নাজু, সাধারণ সম্পাদক শাহ্ আলী নেওয়াজ পলাশ, সাংগঠনিক সম্পাদক রবিশ্বর হাওলাদারসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় দলমত নির্বিশেষে ভোলা পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাতাবুনিয়া পীর মাওলানা মোহাম্মদ উল্লাহ তাহেরী।
পরে দলীয় নেতৃবৃন্দসহ জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, তিনি বিগত দিনে জননেতা তোফায়েল আহমেদের মাধ্যমে ভোলা পৌর এলাকার যে উন্নয়ন করেছেন তা ইতি পূর্বে কারো দ্বারা সম্ভব হয় নি। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভোলা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা
ভোলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সভা
ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ
চরফ্যাসনে সাংবাদিকদের কলম বিরতি
জনগণের খেদমতে নিজেকে উৎসর্গের ঘোষণা দিলেন ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান
চরফ্যাশনে নির্বাচন পরবর্তী হামলায় আহত-৪
ভোলা পৌরসভার নব নির্বাচিত মেয়র মনিরুজ্জামানকে বিভিন্ন মহলের ফুলের শুভেচ্ছা অভিনন্দন
দৌলতখানে সেলাই মেশিন দেওয়ার নামে অর্থ আত্নসাতের অভিযোগ
তজুমদ্দিনে আ’লীগের সম্পাদক ফজলুল হকের গাড়ি ভাংচুর
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২২ জেলের জেল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত