বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২১ রাত ১০:৫১
১৮৬
বিদ্যুৎ সংযোগ না থাকায় উন্মুক্ত হচ্ছে না
আকতারুল ইসলাম আকাশ : নির্মাণের পর থেকে তালাবদ্ধ করে রাখায় কার্যত বিশ্রামেই সময় কাটছে ভোলার ইলিশা লঞ্চঘাটের যাত্রী বিশ্রামাগার কক্ষ। বিশ্রামাগার চালু না হওয়ায় যাত্রীরা রয়েছে দুর্ভোগে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই ঘাটের লঞ্চযাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , ২০২০-২০২১ অর্থবছরে ভোলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের সুবিধার জন্য ২ কক্ষ বিশিষ্ট একটি আধুনিক বিশ্রামাগার নির্মাণ করা হয়। নির্মাণের ৫ মাস পেরিয়ে গেলেও বিশ্রামাগারটি সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়নি।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক যাত্রী বলেন, দক্ষিণাঞ্চলের নৌরুটের গুরুত্বপূর্ণ স্টেশন ইলিশা লঞ্চঘাট। প্রতিদিন ঢাকা-ভোলা-মজুচৌধুরী-বরিশাল রুটের অন্তত ১৫ টি লঞ্চ এ ঘাটের যাত্রী পরিবহন করে। এছাড়াও অভ্যন্তরীণ রুটে ১৪ টি লঞ্চ রয়েছে।
প্রতিদিন সকাল-সন্ধ্যায় ঢাকা-মজুচৌধুরী-বরিশালের উদ্দেশে ইলিশা লঞ্চঘাট থেকে কয়েক হাজার যাত্রী তুলে নেয় লঞ্চগুলো। আবার ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ থেকে প্রতিদিন সকাল-সন্ধ্যায় যাত্রী নামিয়ে দেয়া হয়। আসা-যাওয়ার ক্ষেত্রে রাত হওয়ায় ইলিশা লঞ্চঘাটে নিরপত্তাহীনতায় সময় কাটে যাত্রীদের।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নৌ-পরিবহন কর্তৃপক্ষ ইলিশা লঞ্চঘাটে একটি যাত্রী বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয়। দীর্ঘ প্রতীক্ষার পর ইলিশাঘাটে একটি যাত্রী বিশ্রামাগার নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পর থেকেই এ বিশ্রামাগারটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফলে যাত্রীরা এসে রাস্তার পাশে অথবা যেখানে সেখানে বসে অপেক্ষা করেন।
ইলিশা লঞ্চঘাট ইজারাদার সরোয়ার মাষ্টার বলেন, দীর্ঘদিন থেকেই তালাবদ্ধ দেখছি নবনির্মিত বিশ্রামাগারটি। বিশ্রামগারটি যাত্রীদের জন্য উম্মুক্ত করে দিতে একাধিকবার বন্দর কর্মকর্তা কামরুজ্জামানকে জানানো হয়েছে। তবুও এর কোনো সাড়া পাইনি।
ভোলা নদীবন্দর কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকায় বিশ্রামগারটি খোলা হচ্ছে না। একাধিকবার বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। তাই যাত্রীদের নিরাপত্তার বিষয়টি ভেবে ১ সপ্তাহের মধ্যেই বিশ্রামগারটি খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ থাকুক আর না থাকুক।
ভোলার সঙ্গীত গুরু দক্ষিণা মজুমদারের ২৪তম মৃত্যু বার্ষিকী
ভোলায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছের জাতকে ধরে রাখতে অবহিতকরন কর্মশালা
চরফ্যাশনের চরমাদ্রাজ ইউপির চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মান্নানের শোডাউন
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বাংলা বাজারে সিপিপি সেচ্ছাসেবকদের র্যালী
ভোলার রাজাপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে ভোলায় প্রস্তুতি সভা
ভোলা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা
ভোলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সভা
ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ
চরফ্যাসনে সাংবাদিকদের কলম বিরতি
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত