অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রীর অনুভূতি ও ভালোবাসা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২১ রাত ১১:৩০

remove_red_eye

৭৫৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শনিবার  উৎসবমুখর পরিবেশে ৫২০ গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর বিতরণকালে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে  আওয়ামী লীগের প্রবীন নেতা সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মানুষের জন্য যে কাজ করেছেন, তা ইতিহাস বিরল। দেশের মানুষ তার কাছে কৃতজ্ঞ হয়ে রইল। বঙ্গবন্ধুর সরকারের পর থেকে এ দেশে অনেকে সরকার রাষ্ট্র পরিচালনা করেছেন, কিšুÍ স্বচ্ছতা ও সাহসের সঙ্গে মানুষের জন্য  কাজ করতে পারেন নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার  মানুষের প্রতি যে অনুভূতি ও যে ভালোবাসা তা ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে। তোফায়েল আহমেদ সরাররি উপস্থিত থাকতে না পারলেও তিনি ভার্চুয়ালি জুম কনফারেন্সের মাধ্যমে আয়োজনের সকল কার্যক্রম মনিটরিং করাসহ সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তোফায়েল আহমেদ এ সময় আরো বলেন, গ্রামের যে পরিবারগুলো এতো দিন দুর্বিসহ জীবন কাটাতেন। সববাসের ছিলনা উপযুক্ত পরিবেশ, আজ তারা পাকাঘরে পরিবার পরিজন নিয়ে বসবাসের সুযোগ পেয়েছেন। একই সঙ্গে জমিসহ ঘরের মালিক হয়েছেন। বিদ্যুৎ ও পানি সরবরাহসহ দুই কক্ষের পাকা ঘরের সঙ্গে রয়েছে এটাচ রান্না ঘর , বাথরুম, সামনে বারান্দ, পাকা সড়ক । সব সুযোগ রয়েছে ওই সব পরিবারে। যা অতিতে কেই ভাবতেই পারেন নি। প্রধানমন্ত্রী সাহসী ভ’মিকার প্রশসংসা করে দলের প্রবীন এই নেতা সরকারের বর্তকান কার্যক্রম তুলে ধরে বলেন, দেশে করোনা মহামারি মোকাবেল করা হয়েছে। প্রধানমন্ত্রী নেজেই বলেছেন, প্রতিটি মানুষ প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন পাবেন। এ সময় দেশের উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন , আমরা আশা করছি এ বছরের মধ্যে পদ্মাসেতু জনগনের জন্য উন্মুক্ত করা হবে। এ সময় তোফায়েল আহমেদ ভোলা-বরিশাল ব্রিজ নির্মানের কথাও তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতির ওই ব্রিজ্রের নির্মান কাজও শুরু হবে । এ সময় উপস্থিত থেকে গৃহহীন পরিবারে হাতে নতুন ঘরের চাবি ও জমির কাগজপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক , জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন , উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ  ইউনুছ। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিনসহ সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা । এদিকে প্রধানমন্ত্রীর উপহার হাতে পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। উপকারভোগীদের মধ্যে রয়েছে নদীভাঙা, পঙ্গু, বিধবা ও ভিক্ষুক সহ হতদরিদ্র ভুমিহীনরা।
প্রতিটি ঘর নির্মাণ বাকদ ১লাখ ৭১ হাজার টাকা হয়েছে। শনিবার দুপুরে ভেদুরিয়া ৪ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায়, প্রতিবন্ধী জ্যোৎন্সা বেগম, মোনায়ারা বেগম,  কহিনুর বেগম, সাইহদা বেগমসহ ঘর পাওয়া নারীরা উচ্ছ¡াস প্রকাশ করে প্রধানমন্ত্রীর পাশাপাশি ভোলার অভিভাবক তোফায়েল আহমেদেও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় এরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...