অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে ব্যবসায়ীর বাসায় দুর্ধষ ডাকাতি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৯ রাত ০৮:৪৯

remove_red_eye

৬৯২

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে গভীর রাতে গ্রীলের তালা ভেঙ্গে বাসায় ডুকে গৃহস্থদের হাত মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাসায় ১ ঘন্টা ব্যাপী তান্ডব চালিয়ে ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। সোমবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজারের পাশে ব্যবসায়ী জহিরুল ইসলাম জহুর মিয়ার বাসভবনে এ ডাকাতির ঘটনা ঘটে।
জহুর মিয়া জানান, তিনিসহ বাসায় তার স্ত্রী, মেয়ে, শ্যালক, শ্যালকের স্ত্রী ও দুই শিশু ছিল। সবাই রাতে ঘুমিয়ে পড়লে রাত অনুমান পোনে ৩টার দিকে ডাকাতদল গেইটের গ্রীলের দুইটি তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে। মুখোশ পড়া প্রায় ৭/৮ জন ডাকাতদল হাতে ছোড়া নিয়ে ভয় দেখিয়ে সবাইকে হাত মুখে বেঁধে এক রুমে আটকে রাখে। পড়ে বাসার সকল রুমের আলমিরা ভেঙ্গে আসবাবপত্র তছনছ করে নগদ টাকা খুঁজতে থাকে। টাকা না পেয়ে ১০ ভড়ি ওজনের স্বর্ণালংকার ও ৬টি মোবাইল ফোন নিয়ে চলে যায়। খবর পেয়ে রাতেই লালমোহন থানা পুলিশ ওই বাসায় যায়। মঙ্গলবার সকালে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান ও ওসি মীর খায়রুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনবেন বলে জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।