বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২১ রাত ১০:১২
১৭০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: অবিশ্বস্য হলেও সত্য । পঞ্চাশ উর্ধো মো: আলীকে ধারালো অস্ত্রে কুপিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দিলেও বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালের ডাক্তারী সনদে বলা হয় ভোতা লাঠির আঘাত লেগে ক্যাবল হাত ভেঙেছে। এমন সনদের কারনে আসামীরা পার পেয়ে যায়। অথচ জখমের ক্ষত আজ বয়ে বেড়াচ্ছেন মোঃ আলী।
শনিবার ভোলা ২৫০ শর্যা হাসপাতালের তত্বাবধায়ক জানান, বোরহানউদ্দিন হাসপাতাল থেকে গুরুতর আহত গত বছরের ২৮ এপ্রিল মোঃ আলীকে ভোলা হাসপাতালে রেফার করা হয় । এ কারনে ওই হাসপাতাল থেকে ডাক্তার যে সাটিফিকেট দিয়েছে, তার উপর ভিত্তি করেই ভোলা সদর হাসপাতালের ডাক্তার মোঃ মমিনুল ইসলাম ইনজুরী সাটিফিকেট দেন । মোঃ আলীকে মুমুর্ষ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসা তার শ্যালক ইব্রাহিম সাংবাদিকদের জানান, বোরহানউদ্দিন হাসপাতালের ডাক্তাররা কোন প্রকার চিকিৎসা না দিয়েই মোঃ আলীকে ভোলায় রেফার করেন। অথচ আসামীদের যোগসাজসে ওই হাসপাতালের ডাঃ তাসনীম আফররোজ খান । মোঃ ইব্রাহিমের পায়ে ১৫টি সেলাই লাগে। হাটুর উপরে ধারালো অস্ত্রেও জখমে মাংস পড়ে যায়। শরীরের অন্য স্থান থেকে চামড়া এনে জোড়া দেয়া হয়। হাত ভেঙে দেয়া হয়। অথচ ডাক্তারি সাটিফিকেটে উল্লেখ করা হয় সিমপ্লি ইনজুরি । ঘটনার বিবরণীতে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডেও রামকেসব এলাকার মোঃ আলীর বাড়ি। কবরের স্থানের মাটি ভরাট করার সময় মোঃ আলীর ছেলেদেও সঙ্গে প্রথমে ঝগরায় লিপ্ত হয় প্রতিবেশি আব্দুল গনির ছেলে আনোয়ার হোসেন ( ৩০), মোঃ হাসনাইন ( ২৭), মোঃ মামুন ( ২৫) ও রফিকের ছেলে ফজলে বারি ও জয়নালেল ছেলে মোঃ ফারুক। পরে ওই সন্ত্রাসীরা ধারালো দা ও অস্ত্র নিয়ে মোঃ আলীর উপর হামলা করে। তাকে পিটিয়ে কুপিয়ে জখম করে । আশপাশের মানুষ ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে আসামীদেও মধ্যে মামুন চরফ্যাশন হাসপাতালের নাইটগার্ড। ওই সুবাদে মানুনের যোগসাজসে ডাক্তারি সনদে সাদামাঠা জখমের কথা উল্লেখ করা হয়েছে বলে মোঃ আলী অভিযোগ করেন। এদিকে ভোলা হাসপাতালে মোঃ আলীর চিকিৎসক ছিলেন ডাঃ ফয়জুর রহমান।
তিনি সাংবাদিকদের জানান, ওই রোগীর গুরুতর জখম ছিল। তার হাত ও পা ভেঙে ছিল। হাটুর নিচে মারাত্মক জখম থাকায় শরীরের অন্য স্থান থেকে চামরা এনে জোড়া দিতে হয়। তবে ছাড় পত্রে তিনি মারাত্মক জখম উল্লেখ কওে ছিলেন। সেটি ঠিক বলে জানান। অপরদিকে আদালত থেকে তাকে সমন জারি করা হলেও বিষয়টি তাকে জাননো হয় নি বলেও তিনি জানান। একটি চক্র এর পেছনে কাজ করছে বলেও মনে করছেন মোঃ আলীর স্বজনরা। তারা প্রকৃত ঘটনা উদঘাটন ও আসামীদেও শাস্তি দাবি করেন।
তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভোলা জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২৮ জেলে আটক, ২১ জনের কারাদন্ড
চরফ্যাশনে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান
প্রথম ধাপে ইউপি নির্বাচন মনপুরায় দুই ইউনিয়নে নৌকা পেতে মরিয়া আ’লীগের দশ প্রার্থী
লালমোহনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভোলা হবে ইভটিজিং ও বাল্যবিয়ে মুক্ত ----- জেলা প্রশাসক
ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ৭ই মার্চের ভাষণ বাঙালির হৃদয়ের মনিকোঠায় থাকবে : তোফায়েল আহমেদ
বোরহানউদ্দিনে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত