অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে সড়ক দখলকারী ও কড়াত কল আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৯ রাত ১০:০৯

remove_red_eye

৫৬৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে গাছের গুঁড়ি ফেলে ও তৈর করা নৌকা অবৈধভাবে সড়কের ওপর রেখে গণউপদ্রব সৃষ্টি এবং কড়াত কল আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার গজারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। এসময় ১০ জনকে মোট ১ লক্ষ ৪১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এবং কড়াত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এএসএম শাহিন আহসান, লালমোহন থানার এসআই এনামুল হকসহ আরোও অনেকে।