অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লামোহনে বহিরাগত ও ভাড়াটিয়া সন্ত্রাসী পরিবেশ নষ্ট করার অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৯ রাত ১০:১৭

remove_red_eye

৭৪৩

লালমোহন প্রতিনিধি : লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ডে নির্বাচনী সহিংস ঘটনায় ৩ কাউন্সিলর প্রার্থী সংবাদ সম্মেলন করার ১ দিন পর পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতিকের মোঃ মোকলেছ বকসী। মঙ্গলবার বিকেল ৫টায় লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মোকলেছ বকসী লিখিত অভিযোগে বলেন, নির্বাচন কমিশনের প্রদত্ত সকল আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে বৈধ ভোটাররে নিয়ে নির্বাচনী প্রচার প্রচারা চালিয়ে আসছেন তিনি। তার জনপ্রিয়তা ও ভোট দেখে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মোঃ ফরিদ উদ্দিন ঈর্শান্বিত হয়ে বহিরাগত ও ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এলাকায় সাধারণ ভোটারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শণ করছেন। মোকলেছ বকসীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য অব্যাহত হুমকি দিয়ে আসছেন। বহিরাগত সন্ত্রাসীরা প্রতিনিয়ত শোডাউন করে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে আসছে। তাদের অবাধ বিচরণ ও হুমকির কারণে সহিংস হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ। ফরিদ মোকলেছ বকসীর বিরুদ্ধে বহিরাগত হেলমেট বাহিনী নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
মোকলেছ বকসী আরো বলেন, গত ২৮ সেপ্টেম্বর ডালিম মার্কার প্রার্থী ফরিদ নিজে তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী সহ দঃ বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর রাত সাড়ে ৮টায় তা উপর সম্পূর্ণ বিনা উস্কানিতে অতর্কিত হামলা চালায়। উক্ত হামলায় মোকলেচ বকসীসহ, তার কর্মী ইউনুছ মাল, মামা আমিন বকসী, রুহুল আমিনসহ ১৪ জন কর্মী গুরুতর আহত হয়। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অব্যাহত হুমকির কারণে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারছেননা। তার পরিবার এবং কর্মী সমর্থকরা নিরাপত্তাহীনতায় আছে বলে দাবী করেন।