অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২০ রাত ১১:১৬

remove_red_eye

৮৯৫

 একাধিকবার আবেদন ও বয়স বাড়ানোর অভিযোগ

অচিন্ত্য মজুমদার : করোনা ভাইরাসের কারণে সারা দেশের মত ভোলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অভিভাবকরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। একদিকে ভর্তি পরীক্ষা না হওয়ায় মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি যোগ্যতার পরিবর্তে ভাগ্যের উপর নির্ভর করছে অপর দিকে এক শ্রেণির অসাধু অভিভাবক একই শিক্ষার্থীর অসংখ্যবার আবেদন করছে। ফলে ভর্তির লটারি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কোন অভিভাবক একাধিক আবেদন করলে তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেবলছেন জেলা প্রশাসক।


সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ভোলা সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে প্রভাতি ও দিবা শাখায় ৩২০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। বিগত বছরগুলোতে স্বচ্ছতার সাথে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হতো। কিন্তু মাহমারি করোনা ভাইরাসের কারণে এ বছর ভর্তি পরীক্ষা হচ্ছে না। সারা দেশের মত ভোলার সরকারি স্কুলগুলোতেও লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। লটারির মাধ্যমে ভর্তির সুযোগ থাকায় অনেক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হবার আশঙ্কা রয়েছে। আবার অনেক অযোগ্য শিক্ষার্থীও ভর্তির সুযোগ পেয়ে যাবে। এ ছাড়াও অভিযোগ রয়েছে লটারির কথা শুনে অনেক অসাধু অভিভাবক ১ম শ্রেণির শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদে বসয় বাড়িয়ে আবেদন করছেন। আবার অনেক অভিবাবক একই শিক্ষার্থীর নামে একাধিক আবেদন করছেন। এমনকি কেউ কেউ একই শিক্ষার্থীর নামে ১৫ থেকে ২০ বারও আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে যাচাই বাছাই ছাড়া যদি লটারি হয় তা হলে একদিকে লটারি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিবে অপর দিকে একই শিক্ষার্থী একাধিকবার লটারিতে নাম ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে গোটা ভর্তি প্রক্রিয়ায় একধরণের জটিলতা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।


অভিভাবকরা জানান, ভর্তি প্রক্রিয়ায় এসব জটিলতা নিরসন না হলে প্রকৃত মেধাবি শিক্ষার্থীরা ভালো স্কুলে পড়াশুনার সুযোগ থেকে বঞ্চিত হবে।


ভোলা শহরের সমবায় মার্কেটের শাহবাজপুর কম্পিউটার সেন্টারের সত্বাধিকারী অনলাইন উদ্যোক্তা ইসতিয়াক আহমেদসহ একাধিক দোকানি জানান, অনলাইনে যে প্রক্রিয়ায় আবেদন করতে হয় তাতে একই শিক্ষার্থী আবেদন ফি পরিশোধের মাধ্যমে একই বিদ্যালয়ে যতবার খুশি আবেদন করতে পারছে। ফলে লটারির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসতিয়াক আহমেদ আরও জানান, আবেদন করার সময় শিক্ষার্থীর ছবি এবং পিতা-মাতার ভোটার আইডি কার্ড ইউনিক করা হলে এই জটিলতা কিছুটা হলেও নিরসন করা সম্ভব হত।


সন্তানের ভর্তির জন্য বয়স বাড়ানো এবং একাধিকবার আবেদন করার বিষয়টি দণ্ডনীয় অপরাধ বলে জানান ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দি। তিনি আরো বলেন এমন অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের আবেদন বাতিলের পাশাপাশি অভিভাবকের বিরুদ্ধে জেল জরিমানাসহ কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, ৩য় শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ১৬০ জন এবং ৬ষ্ঠ শ্রেণির দিবা শাখায় ৪০ ও প্রভাতী শাখায় ৩৯ এবং নবম শ্রেণিতে ১২টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অপর দিকে ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সালাউদ্দিন জানান, ওই বিদ্যালয়ে ৩য় শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ১৬০ জন এবং ৬ষ্ঠ শ্রেণির দিবা ও প্রভাতী শাখায় ৯১ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে কোন আসন ফাকা নেই বলে জানান তিনি।





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...