বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৫৮
৫৮৭
বিশেষ প্রতিনিধি : ভোলার মদনপুর ইউনিয়নের মেঘনায় খুটাজাল পেতে গোটা নদী দখল করে নিয়েছে প্রভাবশালী একটি চক্র। তাদের বাঁধার মুখে সাধারণ কোন জেলে নদীতে জাল নিয়ে নামতে পারছে না। জাল নিয়ে কেউ নামলেই মারধরের শিকার হতে হয়। ছিনিয়ে নেয়া হয় জাল ও নৌকা। গত সোমবার স্থানীয় জেলেরা একত্রিত হয়ে খুটা জালের বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রভাবশালীদের সন্ত্রাসী বাহিনী জেলেদের উপর হামলা চালায়। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে অর্ধ শতাধিক সন্ত্রাসী নদীতে অস্ত্রের মহড়া দেয়। এ সময় তারা জেলেদের ধাওয় করে। গুলির শব্দে মদনপুর চরের আশ্রায়ন প্রকল্পের শিশু ও নারীরা গিয়ে ধান ক্ষেতে লুকিয়ে আত্মরক্ষা করে। সন্ত্রাসীদেরকে বাধা দিতে গিয়ে মদনপুর ইউনিয়নের ৩ গ্রাম পুলিশ (চৌকিদার) গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার সরেজমিনে গেলে ওই চরের কয়েকশ নারীপুরুষ এসব তথ্য জানিয়েছেন। ওই চরের ৯০ উর্ধ বয়সী আব্দুর শহিদ মাঝি জানান, ছোট বেলায় বর্গীদের হানা দেয়ার কথা শুনেছি। এখন দেখছি তারা আবার ফিরে এসেছে। শনিবার ৫টি স্পিডবোট ও দুটি ট্রলার যোগে এসে এরা অস্ত্র নিয়ে চরে হানা দেয়। হামলা চালায়। ত্রাস সৃস্টি করে। জেলে মহসিনের স্ত্রী রেহানা বেগম, রিয়াজের স্ত্রী ফাইমা বেগম, নাজুমুদ্দিনের স্ত্রী লুৎফা বেগম, হালিমা বেগম, আকলিম্ বেগম, রোকেয়া বেগম, সাবরিনা বেগম , মহিউদ্দিনের বিবি গোলেনুর বেগম, চৌকিদার মহিউদ্দিন, জমিরআলী, মোঃ আলমগীর জানান, ওই ইউনিয়নের ১০ হাজার মানুষের এক মাত্র উপার্জনের অবলন্বন হচ্ছে নদীতে মাছ ধরা ও কৃষি কাজ করা। তিন দফা জলোচ্ছ¡াস ও ঝড়ে ক্ষেত্রের ফসল বিনস্ট হয়েছে। আবার ইলিশের ডিম ছাড়ার সময় মাছ ধরা বন্ধ ছিল। এখন মাছ ধরার সময়। কিন্তু বর্গী বেশি একটি চক্রের কারনে তারা নদীতে জাল ফেলতে পারছেন না। শনিবার নিরব,জামাল বাহিনী নদীতে খুটা গেড়ে নিষিদ্ধ খুঁচচি জাল, বেড় জাল বসিয়ে নদীর দখল করে নেয়। নিষিদ্ধ জাল দিয়ে এরা লাখ লাখ টাকার মাছ ধরে নিয়ে যাচ্ছে। সাধারন জেলেদের তাড়া করছে। সাধারন জেলেরা এর প্রতিবাদ করলে গুলিবর্ষন করা হয় । খবর পেয়ে ইউপি চেয়ারম্যান নান্নু ডাক্তারের নির্দেশে ওই এলাকায় ছুটে যান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ( চৌকিদার) মহিউদ্দিন, আব্দুল মান্নান, মোঃ হেলাল উদ্দিন । সন্ত্রাসীরা তিন গ্রাম পুলিশকে বেধে পিটিয়ে আহত করে। আশ্রয়ন ও চরবাসীদের দাবি নদী কারো ব্যক্তিগত সম্পদ নয়। জেলেরা নদীতে মাছ ধরবে। সবার সমান অধিকার। অথচ নিরব বাহিনী সাধারন জেলেদের বৈধ জালও ফেলতে দিচ্ছে না। এই সব ঘটনাকে কেন্দ্র করে চরে ওই মদনপুর চরে উত্তেজনা বিরাজ করছে। জেলেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। একই সঙ্গে সন্ত্রাসীদের শাস্তি দাবি করছেন। এদিকে মোঃ জামাল উদ্দিন সকেট জানান, এটি তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তার মাছের ব্যবসা রয়েছে। কিন্তু জেলেদেও উপর তিনি বা তার পরিবারের কেউ হামলা করে নি। রোববার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ কিছু সময় অবস্থান নেয়। পুলিশ ফিরে গেলে সন্ত্রাসীরা আবারও নদীর দখল অব্যাহত রাখে। অসহায় ইউপি মেম্বারও। দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। খুচঁচি জাল অপসারনে শিগগিরই তিনি অভিযান শুরু করবেন।
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক