অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই মে ২০২৫ | ২৭শে বৈশাখ ১৪৩২


বৈরী আবহাওয়ার কারনে ভোলার সব রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২০ দুপুর ০২:৫১

remove_red_eye

৯০৫

ইসতিয়াক আহমেদ : বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুর রুটের লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জেলার অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে সব ধরনের লঞ্চ  ও ফেরি চলাচল বন্ধ থাকবে।
এতে ভোলা থেকে কোনো লঞ্চ, বরিশাল, পটুয়াখালী, লক্ষীপুর, আলেকজেন্ডার ও মনপুরার উদ্দেশে ছেড়ে যায়নি। একই সঙ্গে ভোলা থেকে বরিশাল ও লক্ষীপুরের ফেরি ছেড়ে যায়নি। এতে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পূর্ব পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাটেই নোঙ্গর করে রাখা হয়েছে নৌ-যানগুলো।
ভোলা বিআইডবিøউটিএ অতিরিক্ত পরিচালক কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়া ও নৌ-বন্ধরে ৩ নম্বর সংকেত থাকায় ভোলা-লক্ষীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, ভোলা-লক্ষীপুর, ভোলা-বরিশাল, লালমোহন-কালাইয়া, দৌলতখান-আলেকজেন্ডার ও তজুমদ্দিন মনপুরা রুটে নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এদিকে সকাল থেকেই পুরো জেলায় ভারি বর্ষণ হচ্ছে। একই সঙ্গে উত্তাল রয়েছে নদী। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দর ৪ নম্বর ও নদী বন্দরে ২ নম্বর সংকেত জারি করা হয়েছে।