অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ইসলামিক সংস্কৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মডেল মসজিদ নির্মাণ করেন – এমপি শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৯ রাত ১০:১৪

remove_red_eye

৫২৮

 

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ইসলামিক সংস্কৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সুখি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনের ইশতেহারে প্রতিটি উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রæতি প্রদান করেন। যার প্রতিশ্রæতিতে আজ ভোলার লালমোহনেও মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এ মসজিদ নির্মাণ হলে সারা দেশে ইসলামিক সংস্কৃতি বিকশিত হবে। রোববার সকাল ১১টায় লালমোহন পৌরসভা গেইট সংলগ্ন পঞ্চায়েত বাড়ির দরজায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ এর ভিত্তপ্রস্তর উদ্বোধনকালে এসব কথা বলেন। এসময় এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী দুর্ণীতির বিরুদ্ধে শোচ্চার। অন্যয়ের বিরুদ্ধে লালমোহনের সর্বস্তরের মানুষকে সদা জাগ্রত থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদলসহ আরও অনেকে।