অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


প্রতিটি গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হয়েছে : এমপি শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৯ রাত ১১:৫৮

remove_red_eye

৫১১

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হয়েছে। এখন উন্নত বিশ্বের হাসপাতালগুলোর মত আমাদের হাসপাতালগুলোতেও উন্নত সেবা দেয়া হবে। টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য জাতিসংঘ প্রধানমন্ত্রীকে ‘ভ্যাকসিন হিরো’ উপাধি দিয়েছে। এটা আমাদের সকলের সাফল্য। এমপি শাওন আরও বলেন, উন্নত আধুনিক এবং দ্রæত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ডাক্তারদের পক্ষে একা সম্ভব নয়। এ জন্য সমাজের সকলের এগিয়ে আসতে হবে। সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
গতকাল সোমবার দুপুরে লালমোহন হাসপাতালের হলরুমে উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিানুর রহমান, আরএমও ডা. মো. মহসীন খান, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার প্রমূখ।