অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চাকরি করবোনা,চাকরি দেবো


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২০ রাত ০১:০৭

remove_red_eye

৮৩২

এম শরীফ আহমেদ:  "চাকরি করবোনা,চাকরি দেবো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনা এবং নানা আয়োজনের মধ্যে দিয়ে ভোলায় "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের ১০০০তম দিন উদযাপন করা হয়েছে।বুধবার (৩০সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
দিনব্যাপী অনুষ্ঠানে উদ্যোক্তা কর্মশালা, কবিতা আবৃতি, গান, নাচসহ নানা আয়োজনে পরিপূর্ণ ছিলো। পাশাপাশি অনুষ্ঠানে প্রায় ১৬জনকে সম্মাননা স্মারক এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
 
কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। পরে একে একে বক্তব্য, কর্মশালা, গান, নাচ আবৃতিতে জমে উঠে হলরুম।এর আগে কেকে কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে বিকালে জেলার তুলাতলীতে নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শুরু হয় নানা অনুষ্ঠান। 
 
এতে ৩টি ক্যাটাগরিতে খেলার আয়োজন করা হয়।পরে তাদের মাঝে পুরষ্কার  এবং খাবার বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ শাফিয়া খাতুন,উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের ভোলা জেলা প্রশিক্ষণ  সমন্বয়কারী মোঃ আরিফ হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভোলা জেলার উপ-ব্যবস্থাপক এস এম সোহাগ হোসাইন, ভোলা জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি সুলতানা রাজিয়া,জনপ্রিয় উপস্থাপক ও সংগীত শিল্পী তালহা তালুকদার(বাধন), চরফ্যাশন পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা খানম মিলি প্রমূখ। 
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন এর ভোলা জেলা ডিস্ট্রিক্ট এম্বাসেডর নাহিদ নুশরাত (তিশা),মোঃ এমদাদ হোসেন,এম শরীফ আহমেদ,নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন এর উপজেলা এম্বাসেডর মোঃ জাকির হোসেন, ক্যাম্পাস এম্বাসেডর মোঃ শাহিন হাছান রোহান এবং শহীদুল,সিনিয়র সদস্য আবদুর রহিম,সুমন মুহাম্মদ, মোঃ খায়রুল ইসলাম,রোমান ভূইয়া,রাসেল মাহমুদ  প্রমূখ। 
 
বক্তব্যে বক্তারা বলেন, এদেশে চাকরির বাজার খুবই মন্দা,এসময় তরুণদের উদ্যোক্তা হওয়া ছাড়া উপায় নেই। স্বপ্নবাজ সফল উদ্যোক্তা ইকবাল বাহার জাহিদ শিক্ষিত  তরুণদের উদ্যোক্তা তৈরীর জন্য  যে কাজটি হাতে নিয়েছেন নিশ্চয় তা প্রশংসা পাওয়ার যোগ্য। তার গাইডলাইনকে কাজে লাগিয়ে তরুণরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমরা আশাবাদী। 
 
 
উল্লেখ্য, "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন সফল উদ্যোক্তা ও অপটিম্যাক্স কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল বাহার জাহিদ।আজ ৩০সেপ্টেম্বর ২০২০ সংগঠনের ১হাজার তম দিন পূর্ণ হয়। সংগঠনটি গত প্রায় ৩বছরে ৭হাজার  উদ্যোক্তা তৈরী করেন।দেশের ৬৪জেলায় এবং ৫০টি দেশে বিরতিহীন অনলাইনে উদ্যোক্তা তৈরীর কার্যক্রমের পাশাপাশি তারা নিরলসভাবে নানারকম সামাজিক কার্যক্রম করে যাচ্ছেন।




ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...