বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৭:৫৮
৭৬২
বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলার বাজারের ব্যবসায়ীরা গত ৩ দিন ধরে পেঁয়াজ বিক্রি করছে না। যার ফলে বৃহসপতিবার ভোলার বাজার ছিলো পেঁয়াজ শূণ্য। পাইকারী আড়ৎতদারগন পেঁয়াজ আমনাদী ইচ্ছাকৃত ভাবে বন্ধ করে দেয়ায় ভোলার বাজারে এই কৃতিম সংকট দেয়া দিয়েছে। এতে করে সাধারন ক্রেতারা চরম দুর্ভোগে পড়েছে। অভিযোগ রয়েছে কাঁচামাল ব্যবসয়ীরা সিন্ডিকেট করে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের কারনেই ভোলার বাজারে উচ্চ মূল্য দিয়ে ক্রেতাদের তরকরি ক্রয় করতে হয়।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ভোলা সদর উপজেলার প্রধান তরকারি ও কাঁচামাল বিক্রির ভোলা খাল পাড়ের প্রধান আড়ৎ,চক বাজারে,নতুন বাজারে গিয়ে দেখা যায়, প্রায় সকল দোকানেই পেয়াজ নেই। অন্যান্য সকল ধরনের সবাজ আদা রসুন থাকলেও পেঁয়াজ নেই। সাধারন ক্রেতারা পিয়াজের জন্য খোঁজাখুজি করছে। অনেকে বেশী দাম হলেও পেয়াজ চাচ্ছে। কিন্তু কোথাও পেয়াজ পাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানান,কম দামে কিনে, বেশি দামে বেঁচা ও মজুদ করার অপরাধে গত ৬ অক্টোবর ভোলার ভ্রাম্যমান আদালত প্রায় ৪ মেট্রিক টন পেঁয়াজ জব্দ করে এবং ভোলা চক বাজারের পাইকারী পাঁচ ব্যবসায়ীর জেল-জরিমানা ও তিনটি আড়তে সীলগালা করে দেন। পর দিন জব্দকৃত পেয়াজ ভোলার বাজারে ৪০ টাকা করে বিক্রি করে। এঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয় ব্যবসায়ীরা। তার কারনেই গত ৩ দিন দিন ধরে বাজারে পেয়াজ আমদানী বন্ধ করে দিয়ে খুচড়া বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয়। বৃহস্পতিবার ভোলার কাঁচা বাজারের পরিস্থিতি ছিলো পুরো বাজারে পেঁয়াজ শূণ্য ছিলো। পাইকারি বিক্রেতা সুলতান আহমেদ জানান, মোবাইল র্কোটের ভয়ে ব্যবসায়ীরা পেয়াজ আমদানী বন্ধ করেছে। তবে আজ থেকে তারা পেয়াজ আনবে। তিনি বরিশাল থেকে পোঁজ আমদানীর জন্য অর্ডার দিয়েছেন। ভোলা কাঁচামাল আড়ৎ সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, বরিশালের মোকামে পেয়াজের দাম ৭০/৭৫ টাকা। এ দামে কিনে খরচ গিয়ে ভোলার বাজারে আরো ৫ টাকা বেশি দামে পেয়াজ বিক্রি করতে হবে। কিন্তু বেশি দামে পেয়াজ বিক্রি করলে জরিমানা করে। প্রশাসন খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করায় তারা পেঁয়াজ আমদানী করেনি। ততে করে তাদের লোকসান হতো। তবে তাদের সাথে জেলা প্রশাসকের কথা হয়েছে। তারা শুক্রবার ভোলায় পেঁয়াজ আনবে এবং বিক্রি করবে। যে দামে আনবে তার চেয়ে ৫ টাকা বেশী দরে বিক্রি করবে বলে জানান।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, পেয়াজ ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে। তাদের বলা হয়েছে, তারা মোকাম থেকে পাইকারি যে দামে ক্রয় করবে তার চেয়ে ৫ টাকা বেশী দামে বিক্রি করবে। কিন্তু এর চাইতে বেশী দামে বিক্রি করতে পারবে না। এবং তাদের আমদানীকৃত ভাউচার সঠিক হতে হবে।
তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক