অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬ | ১৭ই মাঘ ১৪৩২


রাজাপুরে জাগরণ শিশু পাঠশালা' র স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:২০

remove_red_eye

৪৬

মোঃ আমির হোসাইন, রাজাপুর: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোড়া খালের পাসে ভাসমান মানতা জনগোষ্ঠীর  জাগরণ শিশু পাঠশালা'র স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  সাংস্কৃতিক  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান  গত বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  জমি দাতা মোঃ সিরাজ রাড়ি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগেনারীর জেন্ডার ফোকাল অর্থী প্রকৃতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও রাজাপুর ল্যাবরেটরী স্কুলের শিক্ষক, মোঃ আমির হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাগোনারী প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আবুল কাশেম, ফাইনান্স  এন্ড এডমিন অফিসার বিদ্যুৎ কুমার দাস, জাগোনারী বরগুনা। শিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন,  বিল্লাল হোসেন  আমেনা বেগম। 
৩০ জন শিক্ষার্থী  তিনটি ইভেন্টে অংশগ্রহন করেন, বালিকাদের দড়ি লাফ, বালকদের মোরগ লড়াই, বালক বালিকা-বিস্কুট দৌড়, অবিভাবক নারীদের বালিশ বদল, অবিভাবক এবং দর্শকদের জন্য ছিলো আকর্ষণীয় হাঁড়ি ভাঙা খেলা।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছড়া ও গান প্রতিযোতায় অংশগ্রহন করেন ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটি আয়োজনে: জাগোনারী বরগুনা।